বিলেত সফর শেষ। কলকাতায় ফিরলেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়(Mamata Banerjee)। শনিবার সন্ধ্যায় তিনি কলকাতায় ফিরে আসেন। বিমানবন্দরের বাইরে তৃণমূলকর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো।
দমদম বিমানবন্দরে নামতেই শুরু হয় তুমুল উচ্ছাস। স্লোগান উঠল বিমানবন্দরের বাইরে। দমদম বিমানবন্দরে নেমেই তিনি গাড়িতে উঠে পড়েন।বিশ্ব হৃদয় জয় করে ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সু স্বাগতম মমতা বন্দ্যোপাধ্য়ায়। এমনই নানা ব্যানার নিয়ে হাজির ছিলেন তৃণমূল কর্মীকে। তাঁকে দেখেই উঠল দিদি দিদি ডাক। আপনাকে সবুজ অভিনন্দন লেখা ব্যানার নিয়ে হাজির ছিলেন তৃণমূলের নেতা কর্মীরা। দলে দলে তাঁরা বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছিলেন। মমতা তাঁদেরকে দেখে হাত নাড়ান।এবার লন্ডনে একাধিক কর্মসূচি ছিল বাংলার মুখ্য়মন্ত্রীর। একেবারে ঠাসা কর্মসূচি। তবে তার মধ্য়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় ছিল এবার অক্সফোর্ডের কেলগ কলেজে বক্তব্য। কিন্তু সেখানে নানা প্রশ্নের মুখে পড়েন তিনি। মূলত এসএফআই সেখানে বিক্ষোভ দেখিয়েছিল বলে দাবি করা হচ্ছে।
এসএফআইয়ের হুঙ্কার কেউ গুড় বাতাসা দিলে আমরা চমচম নিয়ে তৈরি।এনিয়ে সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গের মানুষ শান্তিপ্রিয়। পশ্চিমবাংলারই ঐতিহ্য ইতিহাস আছে কেউ মিষ্টি দিলে মানুষ ফের একবাটি মিষ্টি দেয়। গুড় বাতাসা নিয়ে অপেক্ষা করলে চমচম ল্যাংচা নিয়ে অপেক্ষা করবে। একজন এসএফআই কর্মীর গায়ে হাত উঠলে প্রশ্ন করার জন্য রাজ্য় সরকার বিরুদ্ধে আন্দোলন হবে।