বিগত কয়েকদিন লন্ডনেই ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। এমনকী, মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ইংল্যান্ড সফরেও দেখা মিলেছিল তাঁর। তবে মুখ্যমন্ত্রী দিনকয়েক আগে তিলোত্তমায় ফিরে এলেও, মেয়ে সানা ও বউ ডোনার সঙ্গে ইংল্যান্ডে উপভোগ করছিলেন বসন্ত। তবে এবার ফেরার পালা। স্বাভাবিকভাবেই মেয়েকে রেখে ফিরছেন সৌরভ। লন্ডনেই কর্মরত সানা। কী লিখলেন মহারাজ সোশ্যাল মিডিয়াতে?
সৌরভ তাঁর লন্ডন সফরের একগুচ্ছ ছবি শেয়ার করে লিখলেন, ‘সুন্দর চেরি ফুলকে ফেলে, এই সৌন্দর্যকে পিছনে রেখে, ঘরে ফেরার সময় হয়েছে, যা সহজ নয়। #সানা গঙ্গোপাধ্যায়।’ দাদার প্রিয় শহর লন্ডন। এখানে একটি বিলাসবহুল ফ্ল্যাটেরও মালিক তিন। যেখানে বর্তমানে থাকেন সানা।
আর পাঁচজন বাবার মতো, মেয়ে বলতে অজ্ঞান সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সানাকে লন্ডনে পাঠানোর সিদ্ধান্তও খুব একটা সহজ ছিল না তাঁর জন্য। ক্লাস টুয়েলভ অবধি কলকাতাতেই পড়াশোনা করেছেন সৌরভ-কন্যা। লরেটো স্কুলের ছাত্রী ছিলেন। এরপর UCL অর্থাৎ ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন। তারপর সেই শহরেই শুরু কর্মজীবন।
যুক্তরাজ্যের একাধিক নামীদামী কনলাস্টিং ফার্ম যেমন পিডব্লুসি (PWC), ডেলোয়েটে (Deloitte) ইন্টার্নশিপ করেছেন সানা। তারপর তিনি যোগ দেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা ‘ইনোভারভ’-এ। ২২ বছরের সানা ‘ইনোভারভ’-এ কনসালটান্ট পদে রয়েছেন। গ্লাসডোরের মতো ওয়েবসাইটের থেকে জানা যায়, বর্তমানে যুক্তরাজ্যে এক কনসালটান্টের বার্ষিক বেতন কমপক্ষে ৪৯,৬৪৭ পাউন্ড। আবার, INNOVERV-র ওয়েবসাইটে দাবি করা হয়, বাজার দরের চেয়ে বেশি বেতন দেওয়া হয় এই সংস্থার কর্মীদের। সুতরাং সানার বার্ষিক আয় ৫০ হাজার পাউন্ডের আশেপাশে।
অর্থাৎ ভারতীয় মুদ্রায় সানার রোজগার বছরে প্রায় ৫৫ লাখ টাকা। সৌরভ জানান, সানা-র ইচ্ছে নেই কলকাতায় এসে চাকরি করার। কারণ লন্ডনে তাঁকে সৌরভ-কন্যা পরিচিতির যে অতিরিক্ত বোঝা, তা বহন করতে হয় না।তবে ইংল্যান্ডে মেয়েকে একেবারে একা রাখেন না ডোনা। মাঝেমাঝেই তিনি চলে যান সেই শহরে।এমনকী, করোনা লকডাউনের সময় একটানা দীর্ঘসময় ছিলেন সেখানে। তখন নাচের ক্লাস চলত অনলাইনে।
১৯৯৬ সালে গোপনে রেজিস্ট্রি করে ম্যাচ খেলতে চলে যান সৌরভ। এরপর ১৯৯৭ সালের ফেব্রুয়ারিতে তাদের পরিবার বেশ ধুমধাম করে ফের দুজনের বিয়ে দেন। এরপর ২০০১ সালের ৩ নভেম্বর জন্ম হয় সানার।