শরীর ছুঁয়ে রয়েছে একটি হাত! অন্তরঙ্গ ছবি পোস্ট

Spread the love

ফের চর্চায় ‘পরীমনি’। বাংলাদেশের ‘পরী’র ফেসবুক পোস্ট বলছে আবারও তাঁর জীবনে এসেছেন কোনও পুরুষ। কিন্তু কে তিনি? আর কীই বা পোস্ট করেছেন অভিনেত্রী, যা নিয়ে এত চর্চা হচ্ছে?

৫মার্চ, বুধবার পরীমনি ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। যেখানে কোনও এক পুরুষের বুকে মাথা রাখতে দেখা যাচ্ছে চর্চিত অভিনেত্রীকে। তবে সেই পুরুষের মুখ না দেখা গেলেও, দেখা যাচ্ছে তার হাত। সাদা শার্ট পরে রয়েছেন তিনি। হাতে রয়েছে সিলভার রঙের ঘড়ি। সেই হাতেই পরীর শরীর ছুঁয়ে রয়েছেন তিনি। অর্থৎ অন্তরঙ্গ হয়েই দেখা গিয়েছে তাঁদের।

সেই ছবি পোস্ট করে পরীমনি লেখেন, ‘প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে….. । জীবন ভালোবাসার, এ জীবন প্রেমের। এ জীবন প্রেমের মায়ায় জড়িয়ে থাকুক। শুধু অবসানের জন্য জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন না হোক। প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে…..আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন। শুধু ওই মেঘ গর্জন না হোক। জীবন চলুক জীবনের মতন……।’ 

পরীর এই পোস্ট তাঁর নতুন প্রেমে পড়ার স্বীকারোক্তি বলেই মনে হচ্ছে, তবুও ধোঁয়াশা একটা থেকেই যাচ্ছে। তাঁর পোস্টের নিচে অভিনেত্রীকে শুভেচ্ছাও জানিয়েছেন অনেকেই।  কেউ আবার অভিনেত্রীর সুরে সুর মিলিয়ে লিখেছেন, ‘প্রেম ফিরে আসুক বারবার…’। কিন্তু কে এই রহস্যময় পুরুষ? সত্যিই কি পরীমনি প্রেমে পড়েছেন, নাকি এর পিছনে অন্য রহস্য রয়েছে। এর উত্তর অবশ্য এখনও মেলেনি।

তবে পরীমনির এই পোস্টের নাম আরও একবার একজন পুরুষের নাম উঠে আসছে। তিনি হলেন বাংলাদেশী গায়ক শেখ সাদী। যে গায়কই কিনা সম্প্রতি পরীমনির জামিনদার হয়েছিলেন। তারপর গত ৯ ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন গায়ক শেখ সাদী। সেখানে তিনি লেখেন, ‘অন্য কোনো মেয়েকে এখন আর আমার ভালো লাগে না। পরী আমার।’ জুড়ে দেন ভালোবাসার ইমোজি। ব্যস, আর যায় কোথায়। শুরু হয়ে যায় নতুন প্রেমের জল্পনা।

এখানেই শেষ নয়। শেখ সাদীর সেই ‘পরী আমার…’ পোস্ট চোখ এড়ায়নি অভিনেত্রীরও। তিনি আবার দরজার আড়াল থেকে উঁকি দেওয়া একটি পুতুলের ইমোজি দিয়ে লেখেন ‘ওহ’। যদিও পরে শেখ সাদী পরীমনির সঙ্গে প্রেমের জল্পনা পুরো উড়িয়ে দেন।বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানান, ‘আমরা সহকর্মী, একসঙ্গে কাজের পরিকল্পনা চলছে। এর থেকে আর বেশি কিছু নয়।’ এখন প্রশ্ন পরীকি তবে শেখ সাদীর উল্লেখ করা কোনও কাজের জন্যই এই ছবি পোস্ট করেছেন, নাকি ইনি অন্য কোনও পুরুষ?

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে শরিফুল রাজের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের পর আপাতত দুই ছেলেমেয়েকে নিয়েই জীবন কাটছে পরীমনির। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *