শাহিদ-করিনার ‘জব উই মেট’ দেখলেই কী অভিযোগ করেন স্ত্রী মীরা?

Spread the love

শাহিদ কাপুর(Shahid Kapoor) এমন একজন অভিনেতা যিনি বলিউডের প্রায় প্রতিটি ঘরানায় অভিনয় করেছেন। বিভিন্ন চরিত্রের বার বার তাঁর বহুমুখী অভিনয় ক্ষমতার প্রমাণ দিয়েছেন নায়ক। শাহিদ কাপুর ২০০৩ সালের ইশক ভিশক ছবির হাত ধরে বি-টাউনে পা রাখেন। তখন দর্শকদের কাছে তাঁর ইমেজটা ছিল চকোলেট বয়ের মতো। কিন্তু সেই শাহিদই পড়ে ২০১৬ সালে ‘উড়তা পাঞ্জাব’-এ পাঞ্জাবি রকস্টার হিসাবে একেবারে অন্য অবতারে সকলের মন জিতে নিয়েছিলেন। তবে শাহিদের করা অন্যতম একটি জনপ্রিয় চরিত্র হল ইমতিয়াজ আলির কাল্ট ক্লাসিক রম কম ছবি ‘জব উই মেট’। এই ছবিতে তাঁকে আদিত্য কাশ্যপের ভূমিকায় দেখা গিয়েছিল। 

অনেকের মতে ‘জব উই মেট’-এর ‘আদিত্য’ প্রকৃত অর্থেই গ্রিন ফ্ল্যাগ। তাঁর করা এই চরিত্র আজও দর্শকদের মনের মণিকোঠায় রয়েছে। কিন্তু স্ত্রী মীরা শাহিদের করা কোন চরিত্র সবচেয়ে পছন্দ করেন? শাহিদ জানান মীরারও পছন্দ ‘আদিত্য’কেই। তবে এই ছবিতে শাহিদের বিপরীতে ‘গীত’-এর চরিত্রে নজর কেড়েছিলেন তাঁর প্রাক্তন করিনা কাপুর খান। 

 চলতি বছরের ৩১ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পেয়েছে শাহিদের কাপুরের নতুন ছবি ‘দেবা’। তাঁর আগে ছবির প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেতা। সম্প্রতি সে রকমই এক প্রচারমূলক সাক্ষাৎকারে বলিউড হাঙ্গামাকে অভিনেতা তাঁর করা কোন ছবি স্ত্রী মীরার সবচেয়ে প্রিয় সেই বিষয়ে জানিয়েছেন। 

শাহিদকে কোন ঘরানার ছবিতে দেখতে সবচেয়ে বেশি পছন্দ করেন মীরা? এই প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, ‘জব উই মেট!’ এই ছবিতে আমার করা চরিত্রের প্রসঙ্গে টেনে মীরা অভিযোগ করেন, ‘আমি ভেবেছিলাম তুমি আদিত্যর মতো, কিন্তু তুমি তো ৫ শতাংশও ওর মতো না।’ তখন আমি ওঁকে বলি যে, ‘খুশি থাকো এটা ভেবে যে আমি কবীর সিংয়ের মতো ৫ শতাংশ নই।’ শাহিদের মতে, ‘কবির সিং’ ছবিতে তাঁর সহ-অভিনেত্রী কিয়ারা আডবানীও নিশ্চয়ই তাঁর সঙ্গে একমত হবেন।

 তবে এটাই প্রথমবার নয় যে ‘দেবা’র প্রচারের সময় শাহিদ তাঁর আইকনিক ‘ছবি জব উই মেট’ নিয়ে কথা বলেছিলেন। সম্প্রতি অভিনেতা দাবি করেছিলেন যে, তাঁর করা চরিত্র ‘আদিত্য’ এবং তাঁর প্রেমিকা ‘গীত’ যদি এখনও একসঙ্গে থাকত তবে তারা নিশ্চয়ই বিবাহবিচ্ছেদের পথে হাঁটত। 

ইন্ডিয়ান এক্সপ্রেসকে শাহিদ বলেন, ‘গীতের কথায় সে নিজের সবচেয়ে পছন্দের মানুষ, আর আদিত্য তা জানত। ফলে এরকম একটা মানুষের সঙ্গে কেউ কি সারাজীবন থাকতে পারে?’ তাঁর এই কথা শুনে যে অনেক অনুরাগী বেশ আঘাত পেয়েছেন তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *