শিল্পপতিদের সুবিধার্থে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

Spread the love

তারকাখচিত মঞ্চ। মুকেশ আম্বানি(Mukesh Ambani) থেকে শুরু করে সজ্জন জিন্দাল—কে নেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mukesh Ambani) পাশে। বাংলার জন্য বিনিয়োগ–লগ্নি টানতে মরিয়া মুখ্যমন্ত্রী। কারণ পরবর্তী প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে এই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জবাব দিলেন বিরোধীদেরও। তবে ভোলেননি শিল্পপতিদের কোন কথাটি বলতে হবে। যেটা তাঁরা চান। শিল্প করার জন্য জমি এবং পরিবেশ। সেটা যে আছে, সে কথা নিজে মুখেই শিল্পপতিদের সামনে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে শিল্পপতিদের সুবিধায় যে মুখ্যমন্ত্রী চিন্তা করেন তাও এই বাণিজ্য সম্মেলন থেকে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গল উইন্ডো সিস্টেমের থেকে একধাপ এগিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌বাংলা আপনাদেরই গৃহ। এখানে আসুন, বিনিয়োগ করুন। এখন আর লোডশেডিং হয় না। ধর্মঘট হয় না বাংলায়, ফিরেছে কর্মসংস্কৃতি। পশ্চিমবঙ্গে রাজ্যস্তরে শিল্প সমন্বয় কমিটি গঠন করা হবে। আর সেই কমিটির নেতৃত্ব দেবেন মুখ্যসচিব। এই কমিটির মানে শুধু সিঙ্গল উইন্ডো নয়। এর কাজ হবে বৃহত্তর। এই কমিটি সমন্বয় করবে সব দফতরের সঙ্গে। এবং শিল্পবান্ধব পরিস্থিতি আরও মজবুত করবে।’‌ যা শুনে করতালিতে ভরিয়ে তোলেন শিল্পপতিরা।

অন্যদিকে এই শিল্প সম্মেলনের তাৎপর্য বোঝান মুখ্যমন্ত্রী। আসলে বিরোধীতা তো এই সম্মেলন নিয়ে সমালোচনা করেই থাকেন। আজই করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই কারও নাম না করেই জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‌অনেকেই প্রশ্ন তোলেন, কী হবে এই সম্মেলন করে। কিন্তু আমাদের দেখাদেখি অন্যান্য সব রাজ্যও এমন ধরনের সম্মেলন করছেন। আর পরবর্তী প্রজন্মের জন্য এই সম্মেলন জরুরি। আর দমকল, পরিবেশ, ভূমি রাজস্ব, অর্থ, আবাসন, শিল্প সব দফতরের সঙ্গে সমন্বয় রেখে এই কমিটি গড়ে উঠবে। যারা দেখবে যে বিনিয়োগের জন্য ছাড়পত্র দিতে যেন সময় না লাগে। প্রতি ১৪ দিনে একবার করে এই কমিটি বৈঠক করবে। কোথাও কোনও বাধা থাকলে তা দ্রুত নিষ্পত্তির চেষ্টা করবে।’‌

এছাড়া বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে হাজির সৌরভ গঙ্গোপাধ্যায়। এত বড় মঞ্চে ডাক পেয়ে অভিভূত বলে জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক। বাংলার শিল্প মানচিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য ধন্যবাদ জানালেন মুকেশ আম্বানি, সজ্জন জিন্দাল, সঞ্জীব গোয়েঙ্কাদের। বাংলায় শিল্পবান্ধব পরিবেশ, দক্ষ শ্রমিক রয়েছে বলে হোটেল ব্যবসায় ১২০০ কোটি বিনিয়োগের ঘোষণা করলেন অম্বুজা–নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষ নেওটিয়া। এখানে তৈরি হবে নেওটিয়া গ্রুপের আরও পাঁচ হাসপাতাল। গল্ফ টাউনশিপে বিনিয়োগের আশ্বাস দেন তিনি। সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ‘‌বড় কথা হল, মুখ্যমন্ত্রীর সঙ্গে সব সমস্যার কথা বলা যায়। অপেক্ষা করতে হয় না।’‌ আর বাণিজ্য সম্মেলনের মঞ্চে বড় খবর করলেন আইটিসি গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব পুরী। বললেন, ‘‌মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘প্রগেসিভ পলিসি’‌তে বিনিয়োগের পরিবেশ তৈরি হয়েছে রাজ্যে।’‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *