শীঘ্রই বুমরাহ দলে যোগ দেবেন! আশাবাদী হার্দিক

Spread the love

একেই জসপ্রীত বুমরাহের(Jaspreet Bumrah) চোট নিয়ে এখনও সংশয় রয়েছে। তার উপর আবার মুম্বই ইন্ডিয়ান্স আরও বড় ধাক্কা খেল। শুক্রবার (৪ এপ্রিল) আইপিএল ২০২৫-এর ১৬তম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামার আগেই রোহিত শর্মা ছিটকে গেলেন চোটের জন্য। অনুশীলনের সময়ে চোট পেয়েছিলেন তিনি। যে কারণে তারকা ওপেনার এদিন লখনউয়ের বিরুদ্ধে খেলতে পারেননি।

টসের সময় রোহিতের চোটের কথা জানান হার্দিক
টসের সময়ে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া জানান, ‘রোহিত হাঁটুতে চোট পেয়েছেন। তিনি এই ম্যাচটি মিস করবেন।’ হার্দিকের কথায় উদ্বেগ বাড়লেও জানা যায়নি, রোহিত শর্মার চোট কতটা গুরুতর, রোহিত আদৌ পরের ম্যাচের আগে ফিট হয়ে উঠবেন কিনা, নাকি আরও কিছু ম্যাচের জন্য বেঞ্চে বসতে হবে তাঁকে, এই তথ্যগুলো।

জয়াবর্ধনে দিলেন আপডেট

তবে ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে মুম্বই দলের কোচ মাহেলা জয়াবর্ধনে জানান, হাঁটুর ইলিওটিবিয়াল ব্যান্ড বা বা আইটি ব্যান্ডে চোট লেগেছে রোহিতের। তিনি বলেন, ‘রো মূলত হাঁটুর আইটি ব্যান্ডে চোট পেয়েছে। ও গতকাল (বৃহস্পতিবার) ব্যাট করার চেষ্টা করেছিল, কিন্তু ভার দিতে পাচ্ছিল না। সমস্যা হচ্ছিল।’ সঙ্গে তিনি আরও যোগ করেন, ‘আবার আজ (শুক্রবার) সকালের দিকে এসে এ চেষ্টা করে এবং ফিটনেস পরীক্ষা দেন। তবে ওর অস্বস্তি হচ্ছিল। ও ভার দিতে পাচ্ছিল না। তাই ও অনুভব করে যে, এই ম্যাচে খেললে, ও ১০০ শতাংশ দিতে পারবে না। সেই কারণেই আমরাও চিন্তা করলাম, ওর চেষ্টা করার জন্য আরও কয়েক দিন সময় দেব। নেটে যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক।’

রোহিত শর্মার খারাপ ফর্ম

তবে রোহিত এবার আইপিএলে খুব খারাপ ছন্দে রয়েছেন। এই অভিজ্ঞ খেলোয়াড় টানা তিন ম্যাচে নিরাশ করেছেন। মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খাতা খুলতে পারেননি রোহিত। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তিনি করেন মাত্র ৮ রান। এই দু’টি ম্যাচই হারে মুম্বই। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুম্বই দুরন্ত প্রত্যাবর্তন করে। তারা ম্যাচটি দাপটের সঙ্গে জেতে। তবে দলের পারফরম্যান্স বদলালেও, পাল্টায়নি রোহিতের ফর্ম। তিনি এই ম্যাচে মাত্র ১৩ রান করেন। অর্থাৎ, তিন ম্যাচে রোহিত মাত্র ৭ গড়ে ২১ রান করেছেন।

বুমরাহের খবর শেয়ার করলেন এমআই অধিনায়ক

ফিট হয়ে ওঠার পথে জসপ্রীত বুমরাহ। শোনা যাচ্ছে, শীঘ্রই মাঠে ফিরতে চলেছেন ভারতের তারকা পেসার। আগামী কয়েক দিনের মধ্যে সেন্টার অফ এক্সিলেন্সে তাঁর ফিটনেস পরীক্ষা হবে, যেখানে পূর্ণ শক্তি এবং ক্ষমতা দিয়ে বোলিং করার সময়ে বুমরাহের ওয়ার্কলোড পরীক্ষা করা হবে। বুমরাহের বর্তমান অবস্থা দেখে মনে করা হচ্ছে, তিনি মাঠে ফেরার অপেক্ষাতেই রয়েছেন। লখনউ ম্যাচে হারের পর বুমরাহকে নিয়ে আশার খবর শুনিয়েছেন হার্দিক। বলেছেন, ‘ও তাড়াতাড়ি ফিরতে চলেছে।’

তবে মুম্বইয়ের হয়ে কমপক্ষে আরও ২টি ম্যাচ খেলতে পারবেন না। যার মধ্যে ৪ এপ্রিল লখনউয়ের বিরুদ্ধে এবং তার পর ৯ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে খেলার সম্ভাবনা নেই বুমরাহের। এই পরিস্থিতিতে, আশা করা হচ্ছে যে ১৩ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে দেখা যেতে পারে বুমরাহকে। এই ম্যাচে না খেলতে পারলেও, ১৭ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তাঁর খেলার সম্ভাবনা প্রবল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *