শুক্রে ঘরে তুলল মাত্র ৩.৫ কোটি! ৬ দিনের মোট আয় কত?

Spread the love

সলমন খান(Salman Khan) এবং রশ্মিকা মন্দানা(Rashmika Mandanna) অভিনীত সিকন্দর গত রবিবার (৩০ এপ্রিল) ইদ উপলক্ষে মুক্তি পেয়েছিল বক্স অফিসে। ২০২৩ এর পর, প্রায় দেড় বছরের বিরতি নিয়ে ফিরলেন সলমন খান। কিন্তু আশানুরূপ পারফর্ম করতে ব্যর্থ বক্স অফিসে। স্যাকনিলকের মতে, ৬ দিনে ছবিটি ভারতে ৯৩.৭৫ কোটি টাকা আয় করেছে।

সিকন্দর বক্স অফিস কালেকশন

সিকান্দার প্রথম সপ্তাহের শুক্র-শনিবারের কালেকশন মিস করে। কারণ, মুক্তি পায় রবিবার ৩০ মার্চে। স্যাকনিল্কের জানায় যে, ছবিটি প্রথম শুক্রবারে মাত্র ৩.৫ কোটি টাকা আয় করেছে। সলমন খানের সিনেমার যে এমন হাল হতে পারে, তা বোধহয় কেউ স্বপ্নেও ভাবেননি। আপাতত ভারতে এই সিনেমার আয় মাত্র ৯৩.৭৫ কোটি টাকা। প্রসঙ্গত, সলমনের শেষ ছবি ‘টাইগার ৩’ ষষ্ঠ দিনে ১৩.২৫ কোটি টাকা আয় করেছিল।

ভারতে ২৬ কোটি টাকা দিয়ে খাতাখোলার পর ছবিটি, ভারতে ৯৪ কোটির কাছাকাছি আয় করেছে, আর বিদেশের মাটিতে আয় করেছে ৪২ কোটি টাকা। ছবির টিম যদিও দাবি করেছে যে, ৫ দিনে ১৬৯.৭৮ কোটি টাকা আয় করেছে সিকন্দর। এবার দেখার শনি ও রবিবার অর্থাৎ সপ্তাহান্তে কেমন ফল করে সিকন্দর। বদলায় কি না, সলমন খানের ছবির ভাগ্য।

সিকন্দর সম্পর্কে

সলমন খান ও রশ্মিকা মন্দনা ছাড়াও ‘সিকন্দর’-এ অভিনয় করেছেন সত্যরাজ, কাজল আগরওয়াল, শারমান যোশি, প্রতীক বব্বর, কিশোর, যতীন সরনা ও সঞ্জয় কাপুর। এটি সঞ্জয় রাজকোট ওরফে সিকন্দর নামে এক ব্যক্তির গল্প বলে, যিনি একজন দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ এবং এই নিয়ে নিজের ছেলেরই মুখোমুখি হন। ছবিতে রশ্মিকা তাঁর স্ত্রী সাইসরি-র চরিত্রে অভিনয় করেছেন।

বলে রাখা ভালো, মুক্তির আগেই সিকন্দর হয়েছিল পাইরেসির শিকার। একাধিক ওয়েবসাইটে অনলাইনে ফাঁস হয়ে যায় সিকন্দর। ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন (আইএমপিপিএ) এর কড়া নিন্দা করে।

বহুদিন হল, সলমন খান বক্স অফিসে কোনো বড় সাফ্য পায়নি। অনেকেই ভেবেছিলেন, ইদ রিলিজ সিকন্দর দিয়ে অন্তত ৫০০ কোটিতে প্রবেশ করবেন ভাইজান। যেখানে ইতিমধ্যেই বিরাজমান শাহরুখ খান, সানি দেওল, ভিকি কৌশল, রণবীর কাপুররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *