সামনের বছরই বিধানসভা ভোট। তার আগে রাজনৈতিক দলগুলি তাদের মতো করে ঘর গোছাতে শুরু করেছে। শাসকদল তৃণমূল ও বিরোধী বিজেপির মধ্য়ে বিরোধ ক্রমশ বাড়ছে। সেখানে ক্রমেই অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছিল বামেরা। তবে এসবের মধ্য়েই হলদিয়ায় উড়ল লাল আবির, সবুজ আবির। জয় পেল প্রগতিশীল জোট।
হলদিয়া ডক ইনস্টিটিউটের পরিচালন সমিতির ভোটে ফের জয়লাভ করল বামসমর্থিত প্রগতিশীল জোট। হলদিয়ায় ঘুরে দাঁড়াল বামেরা। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় ঘুরে দাঁড়াল বামেরা।
২৮মার্চ ভোট হয়েছিল হলদিয়া ডক ইনস্টিটিউটের পরিচালন সমিতিতে। সব মিলিয়ে ১৯টি আসনে ৫৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। শনিবার ফলাফল ঘোষণা করা হয়। আর সেখানেই দেখা যায় ১৯টি আসনের মধ্য়ে বাম সমর্থিত প্রগতিশীল জোটের ১৩জন প্রার্থী জয়ী হয়েছেন।
তৃণমূল প্রভাবিত আইএনটিটিইউসির ১জন সহ সভাপতি সহ মোট ৬জন প্রার্থী জয়ী হয়েছেন। তার থেকেও তাৎপর্যপূর্ণ বিষয় হল বিজেপি সমর্থিত বিএমএসের প্রার্থীরা খাতাই খুলতে পারেনি। এর আগেও বাম সমর্থিত প্রার্থীরা সবকটি আসনে জয়লাভ করেছিল। এবারও তারা জয় লাভ করল। তবে সব আসনে নয়।
বাম নেতৃত্বের দাবি, এর আগেও আমরা ক্ষমতায় ছিলাম। মাঝে ৮ বছর আমরা ছিলাম না। এখানে যা কিছু হয়েছে তা আমাদেরই অবদান। নন্দীগ্রামের পরিস্থিতির পরে আমরা পরাজিত হয়েছিলাম। পরের টার্মেও আমরা পরাজিত হয়েছিলাম।
আইএনটিটিইউসি নেতৃত্বের দাবি, যারা আগামীদিনে আসছে তাঁরা ভালোভাবে কাজ করুন এটাই চাই। আমরা শুভকামনা করছি। আমরা প্রত্যেকেই কর্মচারী। আমাদের মধ্য়ে কোনওদিন বিবাদ নেই। আবীর খেলা, বিজয় মিছিল হয় না। আমাদের বন্ধুদের মধ্য়ে কোনও বিরোধ নেই। জোটে সিটু, আইএনটিইউসি সহ অন্যান্যরা ছিলেন।