শুল্কারোপে মার্কিন শেয়ারবাজারে ধস

Spread the love

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণার পর দেশটির বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিয়েছে চীন। আগামী সপ্তাহ থেকেই কার্যকর হবে নতুন এই শুল্ক। চীনের পাল্টা শুল্কারোপের পর মার্কিন শেয়ারবাজারে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। টালমাতাল পরিস্থিতিতে বেশ শঙ্কায় দিন পার করছেন শেয়ার হোল্ডাররা।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৪ এপ্রিল) মার্কিন স্টক এক্সচেঞ্জগুলো ভয়াবহ দিন পার করেছে। এ দিন প্রধান প্রধান সূচকগুলো প্রায় ৬ শতাংশ হ্রাস পেয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিস্তৃতভিত্তিক এসঅ্যান্ডপি ৫০০ সূচক কমেছে ৬ শতাংশ। প্রযুক্তিনির্ভর নাসডাকের ৫ দশমিক ৮ শতাংশ সূচক হ্রাস পেয়েছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল গড়ে ২,২০০ পয়েন্টেরও বেশি হারিয়েছে বা প্রায় ৫ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে।

ট্রেডিং ফ্লোরে শুক্রবার ছিল টানা দ্বিতীয় অস্থিরতার দিন। এর আগে বৃহস্পতিবার এসঅ্যান্ডপি সূচক কোভিড-১৯ মহামারির প্রথম পর্যায়ের পর সবচেয়ে খারাপ দিনটি অতিক্রম করে।

গত বুধবার (২ এপ্রিল) যুক্তরাষ্ট্রে আমদানি করা বেশিরভাগ পণ্যের ওপর ১০ শতাংশ ন্যূনতম শুল্ক আরোপের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এছাড়া নির্দিষ্ট কিছু দেশের ওপর উচ্চতর শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়া হয়। তালিকায় আছে বাংলাদেশও। তবে এই শুল্ক আরোপ থেকে বাদ দেয়া হয়েছে রাশিয়াকে।

ট্রাম্প চীনের ওপর নতুন করে ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন, যা পূর্বে আরোপিত শুল্কসহ ৫৪ শতাংশে দাঁড়াবে। শনিবার (৫ এপ্রিল) থেকে কার্যকর হবে নতুন শুল্ক। এছাড়া ৯ এপ্রিল থেকে নির্দিষ্ট কিছু দেশের উপর উচ্চতর শুল্ক আরোপ শুরু হবে।

ট্রাম্পের ঘোষণার পরদিন বৃহস্পতিবার (৩ এপ্রিল) চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে শুল্ক যুক্তরাষ্ট্রকে আরোপের পদক্ষেপ বাতিল করার আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়, ‘চীন দৃঢ়ভাবে নতুন শুল্ক আরোপের বিরোধিতা করছে এবং নিজের অধিকার ও স্বার্থ সুরক্ষিত করতে পাল্টা ব্যবস্থা নেবে।’ পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারির একদিন পরই মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিল বেইজিং।

শুক্রবার (৪ এপ্রিল) এক ঘোষণায় দেশটির অর্থ মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র থেকে আসা সমস্ত পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হবে এবং ১০ এপ্রিল থেকেই কার্যকর হবে নতুন শুল্ক।

চীন জানিয়েছে, আগামী ১০ এপ্রিল থেকে সব মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক কার্যকর করা হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা বিরল কিছু পণ্যে রফতানি নিয়ন্ত্রণ আরোপ করার কথাও জানিয়েছে বেইজিং। বিশ্লেষকরা বলছেন, এ সিদ্ধান্ত মার্কিন বাজার ছাড়াও বিশ্ববাজারে বাণিজ্যযুদ্ধকে আরও তীব্র করে তুলবে।

চীনের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বলেন, চীন ভুল খেলেছে। তারা আতঙ্কে রয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, তাদের এই যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *