‘‌শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন?’‌‌

Spread the love

বাংলাদেশের অশান্তির আগুন যখন চরমে উঠেছিল তখন প্রধানমন্ত্রী পদে থাকা শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে আসেন। সেই নিয়ে নানা বিতর্ক উঠলেও এখনও তিনি ভারতেই আছেন। অন্য কোনও দেশে রাজনৈতিক আশ্রয় পাননি তিনি। এবার এই ভারতে থাকা নিয়ে প্রশ্ন তুলে দিল বাংলাদেশের অন্তবর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে এখনও ভারতে রয়েছেন?‌ সেটা অন্তর্বর্তী সরকারের জানা নেই। আর তাঁর ওই দেশে অবস্থানের বিষয় নিয়ে এখনও পর্যন্ত নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে জানতেও চায়নি বাংলাদেশ।

বাংলাদেশ কেন জানতে চায়নি?‌ এই প্রশ্নও এখন উঠতে শুরু করেছে। বাংলাদেশের অন্তবর্তী সরকার গঠন হয়ে গিয়েছে বেশ কিছুদিন হল। তারপর শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। কিন্তু শেখ হাসিনা এখন আছে ভারতে। তাহলে নয়া অন্তবর্তী বাংলাদেশ সরকার কেন বিষয়টি নিয়ে উদ্যোগ নিল না?‌ উঠছে প্রশ্ন। আজ, মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শেখ হাসিনার স্ট্যাটাস নিয়ে এবং ভারতে থাকার বিষয়ে খোঁজ না নেওয়ার তথ্য জানান। তখন থেকেই পদ্মাপারে এই বিষয়ে চর্চা তুঙ্গে উঠেছে।

বাংলাদেশে কোটা সংরক্ষণ বিরোধী আন্দোলনেই উত্তাল হয়ে উঠেছিল। ছাত্র আন্দোলন রক্তক্ষয়ী আকার নিয়েছিল। গোটা দেশে ভাঙচুর, অগ্নিসংযোগ থেকে শুরু করে লুঠপাট করা হচ্ছিল বলে অভিযোগ। তারপর দীর্ঘদিন এমন অচলাবস্থা চলার পর সেনাবাহিনী হস্তক্ষেপ করে। তখন প্রায় ১ ঘণ্টার সময় বেঁধে দিয়ে বাংলাদেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছিল শেখ হাসিনাকে। তার পর থেকেই আছেন নয়াদিল্লিতে। এই বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মহম্মদ তৌহিদ বলেন, ‘শেখ হাসিনা কী স্ট্যাটাসে ভারতে রয়েছেন, সেটা এখনও আনুষ্ঠানিকভাবে জানতে চায়নি বাংলাদেশ। আমরা অফিশিয়ালি কিছু জানি না। তাদের পররাষ্ট্রমন্ত্রী যেটুকু বলেছিলেন, তিনি এসেছেন, খুব তাড়াতাড়ি তাঁকে…। আমি অফিশিয়ালি কিছু তাদের বলিনি।’

প্রায় একমাসের বেশি সময় হয়ে গিয়েছে শেখ হাসিনা ভারতে আছেন। এতদিনেও কি সময় হল না জানার?‌ কোন স্ট্যাটাসে ভারতে আছেন শেখ হাসিনা?‌ ভারত সরকারকে কেন জিজ্ঞাসা করল না বাংলাদেশের অন্তবর্তী সরকার?‌ এই প্রশ্নগুলি এখন উঠতে শুরু করেছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ অগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। তারপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। নোবেলজয়ী ড. মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হয় ৮ আগস্ট। আর আজ ১৭ সেপ্টেম্বর। এতদিন হয়ে গেল তবু শেখ হাসিনার স্ট্যাটাস জানে না বাংলাদেশ!‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *