‘শ্রদ্ধার হাসি ডাইনির মতো বলেই ওকে সিনেমায়…’!

Spread the love

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনীত স্ত্রী ও স্ত্রী ২ খুব পছন্দ করেছেন দর্শকরা। ছবিতে শ্রদ্ধা কাপুরের অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছিল। এমনকী, বক্স অফিসও কাঁপিয়ে দেয় ছবিটি। এখন সিনেমার প্রযোজক দীনেশ নিজানের ওপর ভীষণ বিরক্ত হল শ্রদ্ধার অনুরাগীর।

তবে এবার ছবির প্রযোজক দীনেশ নিজানের ওপর ভীষণ বিরক্ত শ্রদ্ধা কাপুরের ভক্তরা। ছবির পরিচালক অমর কৌশিক কথা প্রসঙ্গে বলে বসেন, দীনেশ বিজনের মতে, শ্রদ্ধা কাপুর ডাইনির মতো হাসেন। এই কারণে তাঁকে স্ত্রী সিনেমায় কাস্ট করা হয়। দীনেশ বিজনের এই বক্তব্যে চটল অভিনেত্রীর অনুরাগীরা।

কোমল নাহাটার সঙ্গে একান্ত কথোপকথনে অমর কৌশিক বলেন, ‘শ্রদ্ধার কাস্টিং (কৃতিত্ব) পুরো দীনেশ বিজনের প্রাপ্য। তিনি শ্রদ্ধার সঙ্গে একটি ফ্লাইটে আসছিলেন, এবং তিনি বিমানে তার সঙ্গে দেখা করেছিলেন। তিনি আমাকে এসে বলেন যে, অমর শ্রদ্ধা বলে যে মেয়েটি আছে, সে পুরো ডাইনির মতো হাসে। দুঃখিত শ্রদ্ধা। তিনি এমনই কিছু বলেছিলেন। শব্দটা ডাইনি-ই ছিল, নাকি অন্য কিছু, আমি নিশ্চিত নই। তাই তাঁর (শ্রদ্ধা কাপুর) সঙ্গে দেখা হলে, প্রথমেই আমি তাঁকে হাসতে বলেছিলাম।’

চটল শ্রদ্ধার অনুরাগীরা

আর এই মন্তব্য ঘিরেই দীনেশ বিজন ও অমর কৌশিককে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শ্রদ্ধা কাপুরের ভক্তরা। তাঁরা সামাজিক মাধ্যমে অমর কৌশিক ও দীনেশ বিজনের বিরুদ্ধে তোপ দাগেন রীতিমতো।

একজন ব্যবহারকারী লিখেছেন, ‘প্রথমে আপনি তাঁর নামে ছবির প্রচার করলেন, কোটি টাকা উপার্জন করলেন এবং তারপরে তাঁকে নিয়েই মস্করা করছেন।’ একইসঙ্গে আরেক ব্যবহারকারী লিখেছেন- ‘এই নারীবিদ্বেষী পুরুষরা কখনোই তাঁদের কাজ এবং অভিনয়ের প্রশংসা করবে না, কিন্তু দেখুন তারা কীভাবে কথা বলছে।’ তৃতীয় একজন লিখেছেন, ‘জঘন্য মানসিকতা। এদের নামে মামলা করা উচিত।’

ব্যবসার দিক থেকে বক্স অফিসে ভালো ফল করেছে স্ত্রী ২। ছবিটি দারুণ সফল হয়েছিল। ভারতীয় বাজারেই প্রায় ৫৯৭ কোটি রুপি। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও এবং অপারশক্তি খুরানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *