সক্কাল বেলা উঠেই ময়দানে! ঘোড়সওয়ারি সুপারস্টার

Spread the love

‘রঘুডাকাত’ হয়ে ধরা দেবেন তিনি, তাই আপাতত চলছে তারই প্রস্তুতি। জোরকদমে নিজকে ছবির জন্য গড়ে তুলতে তৈরি সুপারস্টার দেব(Dev)। আর তাই রবিবার সক্কাল সক্কাল ময়দানে গিয়েই সময় কাটল তারকা অভিনেতার। আপাতত ঘোড়ায় চড়া শিখতে ব্যস্ত তিনি। তারই বেশকিছু ঝলক নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

পরনে কালো রঙের ট্র্যাক প্যান্ট, গায়ে ফুলস্লিভ পিত্তি রঙের গেঞ্জি, আর মাথায় হেলমেট। বাদামী রঙের একটা ঘোড়ায় চড়ে বসেছিলেন সাংসদ অভিনেতা। ঘোড়ার গলায় বাঁধা রশিতে টান দিতে ঘোড়া চলতে শুরু করল। দেবের ঠিক সামনে আরও একটি ঘোড়ায় ছিলেন প্রশিক্ষক। তাঁকে দেখেই শিখলেন সুপারস্টার। ছবি ও ভিডিয়ো ইনস্টাগ্রামের পাতায় পোস্ট করে দেব লিখেছেন, ‘রবিবার সকালটা এভাবেই কাটল…’। অভিনেতার এই পোস্টের নিচে অনেকেই তাঁর প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। এদিকে জানা যাচ্ছে, অভিনেতা নাকি শুধু ঘোড়া চালনা শেখাই নয়, রঘু ডাকাতের সময়কার ভাষাও রপ্ত করছেন।

প্রায় বছর দুয়েক আগে ঘোষণা হয়েছিল ‘রঘু ডাকাত’ ছবিটির। তবে বিভিন্ন কারণে সেই ছবির কাজ পিছিয়ে যায়। তবে চলতি বছরের একদম গোড়াতেই সুখবর শোনান সুপারস্টার। অবশেষে সিনেপ্রেমীদের মখে হাসি ফুটিয়ে সিনেপর্দায় আসছে ‘রঘুডাকাত’।

দেবের ছবি

বেশ কয়েক বছর ধরেই বারবার সিনেমার প্রয়োজনে নিজেকে ভেঙে গড়ে নিয়েছেন দেব। চরিত্রের প্রয়োজনে সাজিয়ে তুলেছেন নিজেকে। কখনও গোলন্দাজের জন্য খালি পায়ে ফুটবল নিয়ে দৌড়েছেন। আবার কখনও খাদানের জন্য কয়লাখনি অঞ্চলের আঞ্চলিক ভাষাও শিখেছেন। তার ফলও পেয়েছেন ‘খাদান’ ব্লকবাস্টার হয়েছে। আর এই ছবির হাত ধরেই বাংলা বাণিজ্যিক ছবিকে নতুন রাস্তা দেখিয়েছেন সুপারস্টার। আর এখন তাঁর পাখির চোখ ‘রঘু ডাকাত’। এই পিরিয়ড ফিল্মের জন্য কোনও কসরতই বাকি রাখতে চান না অভিনেতা।

কয়েকদিন আগেই নিজেই ছবি পোস্ট করে জানিয়েছিলেন যে রঘু ডাকাত ছবিটির জন্য তিনি ঘোড়া চালানো শিখছেন। এদিন ফের একবার সোশ্যাল মিডিয়ার হাত ধরে সামনে আনলেন তাঁর সেই প্রশিক্ষণের ছবি ও ভিডিয়ো। ঘোড়সওয়ারি হওয়ার পাশাপাশি ঘেড়াটিকে আদর করতেও দেখা যায় অভিনেতাকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *