কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গকে বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছিল তৃণমূল। এবার তার পালটা প্রচারে নামল বিজেপি। রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের অসহযোগিতার অভিযোগ তুলে সরব হলেন খোদ রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ গাজোল – হিলি জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য কেন্দ্রের বরাদ্দ করা ১৩০০ কোটি টাকা ২ বছর ধরে পড়ে থাকলেও কোনও তাপ উত্তাপ নেই তৃণমূল সরকারের। রাজ্যের শাসকদলকে উন্নয়ন নিয়ে রাজনীতি না করতে অনুরোধ করেন সুকান্তবাবু।
মঙ্গলবার এক ভিডিয়ো বার্তায় সুকান্তবাবু বলেন, গাজোল – হিলি ৫১২ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য গত ২ বছর ধরে কেন্দ্রীয় বরাদ্দের প্রায় ১,৩০০ কোটি টাকা পড়ে রয়েছে। জমি অধিগ্রহণ বা রাস্তা কোথা দিয়ে যাবে তা চিহ্নিত করতে কোনও তৎপরতা দেখাচ্ছে না রাজ্য সরকার। এই রাস্তা সম্প্রসারিত হলে দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ ব্যাপক উপকৃত হবেন। আর এই প্রকল্পে রাজ্য সরকারকে এক পয়সাও খরচ করতে হবে না। তৃণমূল নেতাদের প্রতি সুকান্তবাবুর আহ্বান, উন্নয়ন নিয়ে রজনীতি করবেন না। উন্নয়নের থেকে রাজনীতিকে দূরে রাখুন।
বলে রাখি, কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গের প্রতি উদ্দেশপ্রণোদিতভাবে বঞ্চনা করা হয়েছে বলে অভিযোগ করে সরব হয়েছে তৃণমূল। পালটা বিজেপির দাবি, কেন্দ্র – রাজ্য সম্পর্কের সৌজন্য বজায় রাখেনি তৃণমূল সরকার। তাই তাদের প্রত্যাশা করা ঠিক নয়। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, যারা বিজেপি করলে আবাস যোজনার ঘর দেয় না তারা কী করে কেন্দ্রীয় প্রকল্পের প্রত্যাশা করে? তবে এবার সুকান্তবাবু যা বললেন, তা আরও গুরুতর। কারণ, এমনিতেই তৃণমূলের বিরুদ্ধে উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগ রয়েছে। দক্ষিণ দিনাজপুরে জাতীয় সড়ক সম্প্রসারণে রাজ্য সরকারের নিষ্ক্রিয়তা সেই দাবিকেই আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে।