‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য ৯৭তম অস্কারের মঞ্চে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন আমেরিকান অভিনেতা অ্যাড্রিয়েন ব্রডি। দ্বিতীয়বার অস্কার জেতার একদিন পরই সমালোচনার ঝড়ে পড়লেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, ২ মার্চ অস্কার পুরস্কার গ্রহণের দিন মঞ্চে ওঠার সময় চুইংগাম চিবোচ্ছিলেন ব্রডি। সেরা অভিনেতা হিসেবে নিজের নাম ঘোষণা হতেই মঞ্চের সিঁড়িতে ওপরে উঠে পেছন ফিরে তাকান।
এ সময় মুখ থেকে চুইংগাম বের করে প্রেমিকা জর্জিনা চ্যাপম্যানের দিকে ছুড়ে মারেন অভিনেতা। জর্জিনাও এগিয়ে এসে সেই ক্যাচ লুফে নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে অভিনেতা।
নেটিজেনদের একদল মন্তব্যের ঘরে লেখেন, ‘তিনি চাইলে চুইংগামটি পকেটে রাখতে পারতেন। জর্জিনার দিকে ছুড়ে দিলেন কেন?’
নেটিজেনদের আরেক দল লেখেন, ‘সেরা অভিনেতার পুরস্কার গ্রহণ করার আগে একজন নারীকে এইভাবে অপমান করলেন কেন?’আবার ব্রডি ভক্তরা বলছেন, প্রেমিকার প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ হিসেবে ঘটনাটি ঘটিয়েছেন অভিনেতা। তাই প্রেমিকাও তা গ্রহণ করতে ছুটে আসেন।