সরস্বতী পুজোর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে! TMCর ২ গোষ্ঠীর সংঘর্ষ

Spread the love

সরস্বতী পুজোর পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে ঘিরে তৃণমূলের অন্দরের দ্বন্দ্বে উত্তপ্ত হলো দুর্গাপুরের অন্ডালের নবকাজোড়া এলাকায়। ভোজলির কোপে জখম চারজনকে নিয়ে আসা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। এর মধ্যে রাজকুমার কাহার তৃণমূল শ্রমিক সংগঠন HMS এর ইউনিট সভাপতি।

মঙ্গলবার রাতে নব কাজোড়া কোলিয়ারি এলাকায় স্বরস্বতী পুজো উপলক্ষ্যে একটি প্রতিযোগিতা ছিল। আমন্ত্রিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতা রাজকুমার কাহার। কেন রাজকুমারকে ডাকা হলো এই নিয়ে শুরু দ্বন্দ্ব। অভিযোগ বেশ কয়েকজন আচমকা ভোজলি, লাঠি নিয়ে চড়াও হয় রাজকুমার কাহারের ওপর। তাঁকে বাঁচাতে গিয়ে ক্লাবের তিন সদস্যকে ভোজলি নিয়ে তাড়া করে কোপ মারে দুস্কৃতীরা।

গুরুতর জখম অবস্থায় পঙ্কজ কুমার গড়, মহেন্দ্র কুমার গড়, উপেন্দ্র কুমার ও স্থানীয় তৃণমূল কর্মী রাজকুমার কাহারকে নিয়ে আসা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। অভিযোগ, এই দুষ্কৃতীরা তৃণমূলের কর্মী। দলের মিটিং মিছিলেও এদের দেখা যায়। গোটা ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে অন্ডালের নবকাজোড়া এলাকায়। অন্ডাল থানার পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে।

তৃণমূল হয়ে তৃণমূলের লোকজনের হাতে মার খেতে হচ্ছে এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারেনা, মন্তব্য স্থানীয় তৃণমূল নেতা রাজকুমার কাহারের। ক্ষোভে ফেটে পড়েন জখম তৃণমূল নেতা রাজকুমারের স্ত্রী অর্চনা দেবী। ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মীদের একাংশ। এর আগেও এই দুষ্কৃতীরা তার ওপর হামলা চালিয়েছিল বলে অভিযোগ তৃণমূল নেতার পরিবারের। এইদিকে এই ঘটনায় সুর চড়িয়েছে বিজেপি নেতৃত্ব। গোটা ঘটনার জেরে টানটান উত্তেজনা দুর্গাপুরের অন্ডালের নবকাজোড়া এলাকায়। এর মধ্যে রাজনীতির কোনো বিষয় নেই বলে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। চাপা উত্তেজনা থাকায় পুলিশ রয়েছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *