সময়ের অভাব আর অসাবধানতায় জামায় দাগ লেগে যাওয়াটা মোটেও অস্বাভাবিক বিষয় নয়। খাওয়ার সময় টমেটো সস, হলুদ, তরকারির ঝোল কিংবা যেকোনো দাগই জামায় লাগার কারণে সে জামা আর পরার উপায় থাকে না। কি তাই তো? তাই জেনে নিন, জামায় লেগে থাকা দাগ বাড়িতে দূর করার কিছু সহজ টিপস।
অনেক সময় কাপড় ধোয়ার সময় দেখা যায় এক জামার রং আরেক জামায় লেগে গেছে। এমন পরিস্থিতিরও রয়েছে সহজ সমাধান। আসুন তা একে একে জেনে নিই।
১. রক্ত বা রঙের দাগ দূর করতে ব্যবহার করতে হবে থ্রি পারসেন্ট হাইড্রোজেন পার অক্সাইড।
২. জামায় মেহেদির রং লেগে গেলে এই দাগ দূর করতে ডিটারজেন্ট পাউডারে ১ ঘণ্টা কাপড় ভিজিয়ে রাখতে হবে।
৩. কাপড় থেকে কলমের কালির দাগ ওঠাতে ওই স্থানে অ্যালকোহল ঘষে নিন। তুলায় তরল দুধ নিয়ে ঘষলেও এ ধরনের দাগ হালকা হয়ে যায়।
৪. কাপড় থেকে চায়ের দাগ ওঠাতে কাজে লাগাতে পারেন চিনি।
৫. টমেটো কেচাপের দাগ দূর করতে ভিনেগার কিংবা লেবুর রস ভালো কাজ করে।
৬. হলুদের দাগ কাপড় থেকে দূর করতে সে স্থানে ১ ঘণ্টা গ্লিসারিন লাগিয়ে শুকিয়ে নিন। তারপর ভালো করে সাবান দিয়ে তা ধুয়ে নিন।
৭. চকলেটের দাগ দূর করতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারেন।
৮. তেল বা ঘামের দাগ দূর করতে শ্যাম্পু বা ডিটারজেন্ট ব্যবহার করতে পারেন।
