সিডনি টেস্ট থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে লুকোছাপা না করে

Spread the love

ভারতের অধিনায়ক রোহিত শর্মা সম্প্রতি প্রকাশ করেছেন যে, বর্ডার-গাভাসকর ট্রফির সিডনি টেস্ট থেকে সরে যাওয়ার সিদ্ধান্তটি সহজ ছিল না এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে এই নিয়ে তাঁর ‘মতবিরোধ’ও হয়েছে। বিয়ন্ড২৩ ক্রিকেট পডকাস্টে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্কের সঙ্গে কথা বলার সময়ে রোহিত ব্যাখ্যা করেছেন যে, দলের স্বার্থের কথা মাথায় রেখে আত্মসমালোচনা এবং নিজের ফর্মের সৎ মূল্যায়নের পর, সিডনি টেস্ট থেকে তিনি নিজেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

এক দশকের মধ্যে প্রথম বারের মতো বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া হয়েছে ভারতের। আর রোহিত শর্মা এই সিরিজে অত্যন্ত খারাপ ছন্দে ছিলেন। পাঁচ ইনিংসে মাত্র ৩১ রান করতে পেরেছিলেন রোহিত। এবং তিনি স্বীকারও করে নিয়েছেন যে, বল ভালো ভাবে মারতে পারছিলেন না। তাই তাঁর চেয়ে ভালো ছন্দে থাকা কাউকে না খেলিয়ে, নিজে জায়গা দখল করে রাখতে চাননি।

রোহিত সাফ বলে দিয়েছেন, ‘সিডনিতে শেষ টেস্ট ম্যাচে, আমি নিজে সৎ থাকতে চেয়েছি। আমি বল ভালো ভাবে মারতে পারছিলাম না। এবং আমি তাই জায়গা দখল করে রাখতে চাইনি। দলের সব ক্রিকেটাররা যেখানে লড়াই করছিল, সেখানে নিজেকে দলে রাখতে চাইনি।’

তবে, তাঁর এই সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্ট মানতে পারেনি। রোহিত সে কথাও জানিয়েছেন। তিনি প্রধান কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচকদের চেয়ারম্যান অজিত আগরকরের কথা উল্লেখ করে বলেছেন, ‘আমি কোচ এবং নির্বাচকদের সঙ্গে কথা বলেছিলাম, যাঁরা সফরে ছিলেন। তাঁরা কেউ একমত হয়েছিলেন, আবার কেউ হননি। এই সিদ্ধান্তকে ঘিরে বিতর্ক ছিল।’ সঙ্গে তিনি যোগ করেছেন, ‘আমি দলকে আগে রাখতে চেয়েছিলাম। দলের জন্য কোনটা ভালো, সেটা মাথায় রেখেছিলাম। আর সেই কারণেই এই সিদ্ধান্ত। কখনও এটা সঠিক মনে হয়। কখনও হয়তো নয়।’

সিরিজ নির্ধারণী ম্যাচে শুভমন গিলকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই প্রসঙ্গে রোহিত বলেন, ‘আমরা চেয়েছিলাম গিল খেলুক। ও খুব ভালো খেলোয়াড়। আগের টেস্ট ম্যাচ ও মিস করেছিল… আমি ভেবেছিলাম, ঠিক আছে, আমি যখন ঠিক করে বল মারতে পারছি না, তখন ও-ই খেলুক।’

অধিনায়কত্ব গ্রহণের পর থেকে, রোহিত বলেছেন যে, তাঁর নেতৃত্বের দর্শন হলে দলের ভালোটা আগে ভাবা। তিনি যোগ করেছেন, ‘শুধু আমি নই, আমি চেয়েছিলাম বাকি ছেলেরাও একই ভাবে চিন্তা করুক- দলকে সবার আগে রাখার চেষ্টা করুক এবং আমার রান, আমার স্কোর নিয়ে খুব বেশি চিন্তা না করুক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *