শেষ পর্যন্ত বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-র আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ ম্যাচ। বৃষ্টির পরে মাঠের জল জমে থাকার কারণেই ম্যাচটি পরিত্যক্ত করার কথা ভাবেন আম্পায়ার। এরপরে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়। এক পয়েন্ট পাওয়ার কারণে অস্ট্রেলিয়া চার পয়েন্ট পেয়ে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গিয়েছে। এবং সেমিফাইনালে স্টিভ স্মিথরা নিজেদের জায়গা নিশ্চিত করেছেন। তবে এমন অবস্থায় আফগানিস্তানের পকেটে রয়েছে তিন পয়েন্ট। এখন প্রশ্ন হল তাহলে কি সেমিফাইনালে উঠতে পারবে না আফগানিস্তান?
দেখে নেওয়া যাক অঙ্ক কী বলছে-
যদি দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে হারায়, তাহলে তারা পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকবে। এবং সেক্ষেত্রে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-র সেমিফাইনালে জায়গা করে নেবে। তবে যদি ইংল্যান্ড জেতে, তাহলে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান তিন পয়েন্ট করে নিয়ে সমান অবস্থানে থাকবে। এর ফলে দেখা হবে দুই দলের নেট রান রেট (NRR)। সেই কারণেই দুই দলের নেট রান রেট গুরুত্বপূর্ণ হয়ে যাবে।
কীভাবে সেমিফাইনালে উঠতে পারে আফগানিস্তান?
আফগানিস্তানের বর্তমান NRR -0.99, তাই তারা প্রায় নিশ্চিতভাবেই ছিটকে যাবে। তবে যদি ইংল্যা্ড দল দক্ষিণ আফ্রিকাকে কমপক্ষে ২০৭ রানে হারতে সফল হয় (যদি লক্ষ্য ৩০১ হয়) তাহলে আফগানিস্তান দ্বিতীয় স্থানে উঠে সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারে। তবে এর সম্ভাবনা খুবই কম।
দিনের শেষে কী ঘটেছিল?
বৃষ্টির কারণে ভেস্তে গেল আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচ। আসলে বৃষ্টির পর থেকে গাদ্দাফি স্টেডিয়ামের মাঠের ছবিই যেন সবকিছু বলে দিচ্ছিল। মাঠে জমা জল দেখার পরে দুই আম্পায়ার ড্রেসিংরুমের দিকে এগিয়ে গিয়ে দুই দলের অধিনায়কের সঙ্গে হাত মেলান এবং সব আশঙ্কাই সত্যি করে দেন। ম্যাচ পরিত্যক্তের ঘোষণা করা হয়।
আফগানিস্তানের লড়াইকে সকলে কুর্নিশ জানাচ্ছেন
এত লড়াই করার পরেও এইভাবে আফগানিস্তানের বিদায় নেওয়াটা ভক্তদের কাছে সত্যিই হতাশাজনক ছিল। তবে এই ফলাফলের ফলে অস্ট্রেলিয়া এখন সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে। আফগানিস্তান এখনও শতভাগ ছিটকে যায়নি, তবে ইংল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার বিশাল ব্যবধানে হার ছাড়া তাদের আর কোনও সুযোগ নেই। তাই বাস্তবিক অর্থে, আফগানিস্তানের ভাগ্য প্রায় নির্ধারিত হয়ে গিয়েছে।