সোনিয়ার ‘বেচারি মহিলা’ মন্তব্য বিতর্কের মাঝে সংসদে সরব মোদী

Spread the love

সংসদে এদিন একাধিক বাক্যবাণে কংগ্রেসকে নিশানা করেন নরেন্দ্র মোদী। মঙ্গলবার, সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রেক্ষিতে ধন্যবাদমূলক ভাষণে নাম না করে সোনিয়া গান্ধীর মন্তব্য নিয়ে তোপ দাগেন মোদী। প্রশ্ন তোলেন, কেন দেশের রাষ্ট্রপতিকে অপমান করা হল?

নরেন্দ্র মোদী এদিন তাঁর ভাষণে বলেন,’ একজন মহিলা রাষ্ট্রপতিকে অপমান করা হচ্ছে। আমি রাজনৈতিক হতাশা বুঝতে পারি…কিন্তু কেন রাষ্ট্রপতিকে অপমান করা হচ্ছে? আজ ভারত এই ধরনের বিকৃত মানসিকতা ত্যাগ করে নারীর নেতৃত্বে উন্নয়নের মন্ত্র নিয়ে এগিয়ে যাচ্ছে…’। এরইসঙ্গে নরেন্দ্র মোদী বলেন,’ জনসংখ্যার অর্ধেক পূর্ণ সুযোগ পেলে ভারত দ্বিগুণ গতিতে এগিয়ে যেতে পারে। আর কয়েক বছর ধরে ফিল্ডে কাজ করার পর আমার এই বিশ্বাস দৃঢ় হয়েছে।’ 

উল্লেখ্য, গোটা বিতর্কটি যে বিষয়টিকে ঘিরে তৈরি হয়েছে, তার কেন্দ্রে রয়েছে একটি ভিডিয়ো (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)। সেই ভিডিয়োয় দেখা যায়, কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী(Sonia Gandhi), রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ নিয়ে কথা বলছেন। শুক্রবার, রাষ্ট্রপতির ভাষণের পর ছেলে রাহুল ও প্রিয়াঙ্কার সঙ্গে মা সোনিয়া গান্ধীর কথপকথনের সময়ই এই আলোচনা উঠে আসে। ভিডিয়োয় শোনা যায়, রাহুল তাঁর মাকে জিজ্ঞাসা করছেন, মন্তব্যটি ‘বোরিং (একঘেয়ে )’ ছিল কি? সোনিয়া গান্ধীকে বলতে শোনা যায়,’ রাষ্ট্রপতি… বেচারি মহিলা, শেষের দিকে ক্লান্ত হয়ে গিয়েছিলেন, শেষের দিকে অনেক কষ্টে কথা বলেছেন।’ 

কংগ্রেসকে পর পর খোঁচা:-

‘বোরিং’ মন্তব্য নিয়েও এদিন কংগ্রেসকে নাম না করে খোঁচা দেন মোদী। প্রধানমন্ত্রী বলেন,’যাঁরা নিজেদের বিনোদনের জন্য গরিবদের কুঁড়েঘরে ফটো সেশন করেন, তাঁরা সংসদে গরিবদের উল্লেখ বিরক্তিকর মনে করবেন।’ এছাড়াও একই গান্ধী পরিবার থেকে একই সময়ে সোনিয়া, রাহুল ও প্রিয়ঙ্কার সাংসদ হওয়া নিয়ে মোদীর খোঁচা, ‘একই সময় এসসি, এসটি শ্রেণি থেকে একই পরিবারের ৩ জন কি সাংসদ হয়েছেন?’ এর আগে, গত বছর বাজেটের হালুয়া বিতরণ অনুষ্ঠানের ছবি তুলে ধরে সংসদে রাহুল প্রশ্ন তুলেছিলেন, সেই ছবিতে কতজন আমলা পিছিয়ে পড়া শ্রেণি, দলিত শ্রেণি থেকে রয়েছেন সেখানে? তারপরই এবার মোদীর ভাষণে উঠে আসে এই খোঁচা। বিদেশনীতি নিয়ে ফের এদিন জওহরলাল নেহরুর প্রসঙ্গ নাম না করে তোলেন মোদী। সংসদে মোদী বলেন, যাঁরা বিদেশনীতি নিয়ে জানতে চান, তাঁরা যেন, ‘JFK’s Forgotten Crisis’ বইটি পড়েন। উল্লেখ্য, সেই বইতে জওহরলাল নেহরুর সঙ্গে জেএফ কেনেডির সাক্ষাৎ নিয়ে কিছু বিষয় লেখা রয়েছে। তারই সঙ্গে মোদী বলেন,’ দেশ যখন নানা চ্যালেঞ্জের মুখে, তখন বিদেশনীতির নামে কী খেলা চলছিল এই বইয়ের মাধ্যমে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *