মঙ্গলবার, ৪ মার্চ এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমি ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেল। সেখানেই অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনালে বদলা নিল এদিন ভারত। ব্যাপক রানে হারাল অস্ট্রেলিয়াকে। ফাইনালে নিজেদের জায়গা পাকা করেই মাঠে উচ্ছ্বাস প্রকাশ বিরাটের(Virat Kohli)। স্ট্যান্ডে থেকেই বরের সঙ্গ দিলেন অনুষ্কা(Anushka Sharma)।
কী ঘটেছে?
এদিন সেমি ফাইনালে ভারতের জয়ের পর একটি ভিডিয়ো দারুণ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানেই দেখা যাচ্ছে ফাইনালে জায়গা পাকা করতেই মাঠের সাইডে এসে স্ত্রীকে দেখে জয়ের উচ্ছ্বাস প্রকাশ করেন বিরাট কোহলি। স্ট্যান্ডে দাঁড়িয়েই হাততালি দিয়ে থাকেন অনুষ্কা।
অভিনেত্রী এদিন মাঠে হাজির ছিলেন দেশ এবং বরকে সমর্থন করার জন্য। তিনি এদিন একটি সাদা টিশার্ট এবং জিন্স পরে এসেছিলেন। ভিডিয়োটি এদিন পোস্ট করে লেখা হয়, ‘ভারত সেমি ফাইনালে জেতার পর অনুষ্কাকে দেখে কোহলির উদযাপন। আজকের সবথেকে মিষ্টি ভিডিয়ো।’ প্রসঙ্গত এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাটের পারফরমেন্স বে নজরকাড়া। তিনি যে দারুণ ফর্মে আছেন সেটা বলাই বাহুল্য।
২০২৩ সালের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় ভারত। সেটার বদলাই যেন এদিন নিলেন রোহিত বিরাটরা। মঙ্গলবার, ৪ মার্চ সেমি ফাইনালে প্রথম ব্যাট করে অজিরা। তাঁরা ৪৯.৩ ওভারে সমস্ত উইকেট খুইয়ে ২৬৪ রান তোলে। অন্যদিকে জবাবে সেই রান চেজ করতে নেমে ভারত মাত্র ৪৮.১ ওভারেই ৬ উইকেট খুইয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়।