স্লট হারাল ফুলকিও! পরিণীতার চাপে বেহাল উড়ান

Spread the love

কয়েক সপ্তাহ ধরে বেশ বড় অঘটন টিআরপি তালিকাতে। কারণে সেরা পাঁচ থেকে ছিটকে গিয়েছে ‘কথা’  (৫.৯) ধারাবাহিক। এখআনেই শেষ নয়, দেখা গেল স্লট লিডারও রইল না আর ফুলকি (৬.৬)। নম্বরের ভিত্তিতেও নেমে এলে তিন নম্বরে। 

এবারেও টপে রয়েছে জি বাংলার ধারবাহিক পরিণীতা (৭.৬)। এই নিয়ে একটানা আটবার। বিপরীতে থাকা উড়ানের (৫.৯) থেকে নম্বর অনেকটাই বেশি। আর দুইয়ে এসেছে জগদ্ধাত্রী (৭.০)। জি বাংলার অন্যতম পুরনো ধারাবাহিক হওয়ার পরেও, টিআরপিতে এখনও ধরাছোঁয়ার বাইরে। গল্প অনেকটা এগিয়ে নিয়ে এসে, জগদ্ধাত্রী-সয়ম্ভূর মেয়ে দুর্গার প্লট আনার পর থেকেই বেড়েছে নম্বর। আর যার ফলে এঁটে উঠতে পারছে না সাহেব-সুস্মিতার কথা। স্লট তো হারাচ্ছেই, ছিটকে গিয়েছে সেরা পাঁচ থেকেও।

তিন নম্বরে যৌথভাবে ফুলকি ও রাঙামতি তীরন্দাজ (৬.৬)। অর্থাৎ স্লট হারাল আরও একটি টপার ধারাবাহিক। চারে কোন গোপনে মন ভেসেছে (৬.৫)। গৃহপ্রবেশকে (৫.৩) হারিয়ে স্লট দখলে রাখতে সক্ষম রণজয় ও শ্বেতা। পাঁচে গীতা এলএলবি, প্রাপ্ত রেটিং ৬.২। 

অর্থাৎ সেরা পাঁচে জলসার মাত্র দুটি মেগা, রাঙামতি তীরন্দাজ ও গীতা এলএলবি। আর পাঁচে জি বাংলার ধারাবাহিক রয়েছে চারটি। পরিণীতা, জগদ্ধাত্রী, ফুলকি ও কোন গোপনে মন ভেসেছে। 

দেখে নিন টিআরপি-তে সেরা দশের তালিকা-

প্রথম: পরিণীতা (৭.৬)

দ্বিতীয়: জগদ্ধাত্রী (৭.০)

তৃতীয়: ফুলকি/ রাঙামতি তীরন্দাজ (৬.৬) 

চতুর্থ: কোন গোপনে মন ভেসেছে (৬.৫)

পঞ্চম: গীতা এলএলবি (৬.২)

ষষ্ঠ: কথা/ উড়ান (৫.৯)

সপ্তম: মিত্তির বাড়ি (৫.৫)

অষ্টম: গৃহপ্রবেশ (৫.৩)

নবম: আনন্দী (৫.২)

দশম: চিরসখা (৫.১)

দেখা গেল শেষের দিকে এসে নিম ফুলের মধু দখল করেছে স্লট। ৪.১ রেটং দিয়ে তেঁতুলপাতা (৩.৮)-কে ফেলেছে পিছনে। যদিও ১০ মার্চ থেকে বিকেল ৫.৩০টায় চলে যাচ্ছে এই মেগা। অর্থাৎ জায়গা নিচ্ছে অমর সঙ্গীর। 

চলতি সপ্তাহে এল মালাবদল ধারাবাহিকের শেষ টিআরপি। মাত্র ২.৯ দিয়ে পথচলা শেষ করল এই মেগা। এবার থেকে এই স্লটে আসছে মিঠিঝোরা। অর্থাৎ রাই-অনির্বাণ করবে রোশনাই+ শুভ বিবাহের মোকাবিলা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *