হঠাৎ কিরণকে নিয়ে দেবচন্দ্রিমা কেন বললেন? ‘একটু ইরিটেটিং, কিন্তু…’?

Spread the love

কিছুদিন আগেই প্রাক্তন সায়ন্ত মোদকের নামে ভিডিয়োয় একগুচ্ছ অভিযোগ আনেন কিরণ মজুমদার। আগে কুকথা বলার জন্য ক্ষমা চান দেবচন্দ্রিমার থেকে। এরপর অভিনেত্রীও পাশে দাঁড়ান কিরণের। সেই সমস্যা সমাধান হওয়ার দুজনের মধ্যে দারুণ সম্পর্ক গড়ে উঠেছে। এদিন নিজেদের এই অপ্রত্যাশিত কোলাবোরেশন নিয়ে কী বললেন দুজনে?

সম্প্রতি দেবচন্দ্রিমা কিরণের বাড়ি গিয়েছিলেন। সেখানেই তাঁরা একসঙ্গে একটি ভিডিয়ো বানান। সেই ভিডিয়োর শুরুতে কিরণ মজুমদারকে বলতে শোনা যায়, ‘আমি ভালো আছি এখন। খুব ভালো আছি বলব না। ১০০ শতাংশ চেষ্টা করছি। আমার ক্যামেরার পিছন যে আছে (দেবচন্দ্রিমা) সে যে কী ভীষণ চেষ্টা করছে আমায় ভালো রাখার। তোমরাও অনেক অনেক মেসেজ পাঠিয়েছ, কমেন্ট করেছ, যোগাযোগ করার চেষ্টা করেছ। আমি তাই তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা না থাকলে বোধহয় আমি এখন এত হেসে মিষ্টি করে তোমাদের সঙ্গে কথা বলতে পারতাম না। আমি জানি আমি একা না। তোমরা উৎসাহ না দিলে আবার ভ্লগ বানানোর সাহস পেতাম না।’ কিরণ এদিন এও জানান তিনি নিজেকে ভালো রাখতে সম্প্রতি বেড়াতে গিয়েছিলেন।

এরপরই এই মডেলকে বলতে শোনা যায় তাঁর এবং দেবচন্দ্রিমার এই একসঙ্গে বসা, একে অন্যের পাশে থাকার বিষয়টিকে আনএক্সপেক্টেড কোলাবোরেশন বলে তকমা দেন। তখনই দেবচন্দ্রিমাকে বলতে শোনা যায়, ‘ ও আমায় কথা বলতেই দিতে চায় না। ও আমায় খুব কম দিন চেনে আমি ওকে খুব কম দিন চিনি। এটা পাশে যিনি বসে আছেন (মহাদেব) তাঁর প্ল্যান আসলে। আমার এখানে আসার প্ল্যান ছিল না, না ওর পাশে বসে ভিডিয়ো বানানোর প্ল্যান ছিল। ওকে খালি এখন বলছি ওই ছবিতে যে তুমি আছ ওখানেই আবার ফিরে যাও। সব মানুষের কম বেশি ভুল ত্রুটি হয়েই থাকে। দুটো মানুষ যখন একসঙ্গে থাকে প্রত্যেকের কিছু না কিছু ভুল থাকে। আমরা কেউ ভগবান নই। অনেক সময় অনেক সম্পর্ক খারাপ দিকে চলে যায়। তাই আমি বলি একসঙ্গে খারাপ থাকার থেকে আলাদা আলাদা থাকা ভালো। আমরা যে ভিডিয়োগুলো বানিয়েছিলাম সেগুলো ওরটা জানি না, আমার তো প্ল্যান, ইচ্ছে কিছুই ছিল না বানানোর। ওকে দেখে আমার খারাপ লেগেছিল। বাধ্য হয়ে বানিয়েছিলাম।’

তিনি এদিন এই সায়ন্ত মোদকের এই বিতর্ক প্রসঙ্গে আরও বলেন, ‘আমি কারও সাথে এটা করেছিলাম এটা আমরা বলে থাকি না। এটা যদি না বলতে পারি তাহলে উল্টো দিকের মানুষটা কী করেছিল মনে রাখার দরকার নেই। ভুলে যাও। যে সময়টা নষ্ট হয়ে গেছে সেটা ফিরে পাব না। কিন্তু আগামীতে দিনে এনার্জি, সময় ভালো ভাবে ব্যবহার করো। চেষ্টা করছে ও। ও সবাইকে মোটিভেট করে নিজেকে ছাড়া। ওর যদি মনে হয় মোটিভেশন পাচ্ছে না, তাহলে আমি আছি।’

জবাবে কিরণ বলেন, ‘কত মানুষের অনুপ্রেরণা। খারাপ কিছু হয়েছে, খারাপটার জন্য ভালো কিছু হয়েছে। সেই মানুষটাকেও বলতে চাই এগিয়ে যেতে।’

কিন্তু কিরণকে দেবচন্দ্রিমার ভালো বন্ধু হতে পেরেছে? এটার জবাবে অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয় ও আমার ভালো বন্ধু হতে পারে। আমার তো বেশ ভালোই লাগছে। হালকা মাথার সমস্যা আছে। একটু ইরিটেটিং। চিল্লামিল্লি করে।’ এদিন তাঁকে কিরণের হয়ে প্রচার করতেও দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *