স্কাই ফোর্স ছবিরমাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছেন বীর পাহাড়িয়া। কেরিয়ারের শুরু থেকেই নোপোটিজম বিতর্কে জেরবার বীর। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সুশীল কুমার শিন্ডের নাতি তিনি। তাঁর বলিউউ কানেকশনও নজরকাড়া। বীরের দাদা শিখরের সঙ্গে জাহ্নবীর প্রেমকাহিনি কারুর অজানা নয়। ওদিকে সারা আলি খানকে ডেট করছেন বীর, চর্চা এমনটাই।
স্কাই ফোর্স মুক্তির পর বীরের অভিনয় সেভাবে দাগ কাটেনি। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তাঁকে ভাইরাল করতে যেভাবে উঠে পড়ে লেগেছে তাঁর পিআর টিম, সেই নিয়েও কম সমালোচনা হয়নি। সবার দাবি, কোনওভাবেই বীর পরবর্তী ‘জাতীয় ক্রাশ’ নন। অবিলম্বে তাঁর পিআর টিমের এই সত্যিটা বোঝা উচিত।
তাঁর সাম্প্রতিক সাক্ষাৎকারের একটি ভাইরাল ক্লিপ নিয়ে ফের আলোচনায় বীর পাহাড়িয়া।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া এই ভিডিওতে, বীর পাহাড়িয়ার কাছে সাংবাদিক প্রশ্ন রাখেন সারা আলি খানের ভাই ইব্রাহিম আলি খান সম্পর্কে প্রশ্ন করেন, যিনি এই বছর বলিউডে অভিনয় জীবন শুরু করছেন। করণ জোহরের ধর্মা প্রোডাকশনস ইব্রাহিমকে লঞ্চ করছে বলে শুরুতেই জানান ওই সাংবাদিক। তিনি প্রশ্ন তোলেন, ‘আপনার কি মনে হয় করণ জোহর ইচ্ছে করেই স্টারকিডদের লঞ্চ করেন? বলা হয়, উনি শুধু নেপো-কিডদেরই সুযোগ দেন’। বীর কিছু বলার আগেই তার দলের কেউ একজন বাধা দেন, জানান এই প্রশ্নের জবাব বীর দেবেন না। অভিনেতাও তাঁর পিআর ম্যানেজারের দিকেই তাকিয়ে থাকেন।
শেষ পর্যন্ত বীর উত্তর দিতে অস্বীকার করে বিনয়ের সাথে বলেন যে পরের বার তিনি এই প্রশ্নের জবাব দেবেন। এই ভিডিও ঘিরে ফের হাসির খোরাক বীর। কেউ কেউ আবার তার পিআরকে দোষারোপ করছেন। উদাহরণস্বরূপ, একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দাবি করেছেন, ‘কোনও ব্যক্তিত্ব নেই, বীর কেবল পিআর টিম দ্বারা পরিচালিত’। তবে কিছু নেটিজেন বীরের সমর্থনেও এগিয়ে এসেছেন। এরকম একজন ভক্ত বলেন, ‘এই ধরণের অস্বস্তিকর প্রশ্ন করার কোনও অর্থ নেই’।
এদিকে খুশি কাপুরের সঙ্গে ‘নাদানিয়ান’ দিয়ে বলিউডে অভিষেক হতে যাচ্ছে ইব্রাহিমের। একটা সময় সম্পর্কে ছিলেন সারা ও বীর। তবে তাঁদের ব্রেকআপ হয়ে যায়। কিন্তু হালে চর্চা, জোড়া লেগেছে ভাঙা সম্পর্ক। স্কাই ফোর্স ছবিতেও বীরকে দেখা গিয়েছে সারার সঙ্গে রোম্যান্স করতে। হবু শ্যালকের বলিউড ডেবিউ এবং নেপোটিম বিতর্ক নিয়ে তাই চুপ থাকাই শ্রেয় মনে করেছেন বীর।