হাই প্রেসারের ৮ কারণ

Spread the love

প্রতিদিন নির্দিষ্টভাবে ব্যায়াম ও শারীরিক পরিশ্রম না করলে শরীরের ওজন বেড়ে যেতে পারে। এতে হৃদযন্ত্রে অতিরিক্ত পরিশ্রম করতে হয়। অধিক ওজনসম্পন্ন মানুষদের উচ্চ রক্তচাপ হয়ে থাকে।

এটি একটি অসংক্রামক রোগ যেমন- হাইপ্রেসার, ডায়াবেটিস, হার্টের অসুখ ইত্যাদি রোগ শুধু উন্নত দেশের মানুষের মধ্যে হয়ে থাকে। কিন্তু সে ধারণা পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছে। পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের দেশেও সংক্রামক রোগগুলো দিন দিন কমে এসেছে এবং অসংক্রামক ব্যাধিগুলোর প্রাদুর্ভাব অনেক বৃদ্ধি পেয়েছে।


উচ্চ রক্তচাপের সাধারণত কোনো লক্ষণ থাকে না, রোগীর কোনো শারীরিক কষ্ট থাকে না। তাই এজন্য এ রোগে কেউ ভুগছেন কিনা সেটা তিনি নিজে বুঝতে পারেন না। যখন উচ্চ রক্তচাপের জটিলতা যেমন- স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি নষ্ট হওয়া এর কোনোটি হয় তখন রোগীর বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। তাই এ রোগ নির্ণয় করাই অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কারণ শারীরিক সমস্যা না থাকায় কেউ নিজের অর্থ ব্যয় করে প্রেসার কেমন আছে, উচ্চ রক্তচাপ আছে কিনা তা দেখার জন্য চিকিৎসকের  কাছে যেতে চান না।


জেনে নিন হাই প্রেসারের কারণগুলো-

১. সাধারণত মানুষের ৪০ বছরের পর থেকে উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি বাড়তে থাকে

২. অতিরিক্ত ওজন বা স্থূলতা

৩. পরিবারে কারও উচ্চ রক্তচাপ থাকলে

৪. নিয়মিত ব্যায়াম বা শারীরিক পরিশ্রম না করলে

৫. প্রতিদিন ছয় গ্রাম অথবা এক চা চামচের বেশি লবণ খেলে

৬. ধূমপান বা মদ্যপান বা অতিরিক্ত ক্যাফেইন জাতীয় খাদ্য/পানীয় খেলে

৭. দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যা হলে

৮. শারীরিক ও মানসিক চাপ থাকলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *