একটি অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের আগুন! এবারের ঘটনাস্থল কলকাতা লাগোয়া হাওড়া জেলার ডোমজুড়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ডোমজুড়ের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। যত দূর খবর পাওয়া যাচ্ছে, ওই কারখানাটি রাসায়নিক দ্রব্যের। ফলে আগুন লাগার সঙ্গে সঙ্গে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার নেয়।
শেষ পাওয়া খবর অনুসারে, ঘটনাস্থলে দমকলের অন্তত ১৫টি ইঞ্জিন পাঠানো হয়েছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা করছেন। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢাকা পড়েছে। ফলে এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সময়ের সঙ্গে আগুনের আকার আরও বাড়ছে।
জানা গিয়েছে, আজ (সোমবার – ২১ এপ্রিল, ২০২৫) দুপুর সাড়ে তিনটে নাগাদ প্রথম ওই কারখানায় আগুন লাগার বিষয়টি নজরে আসে। স্থানীয় বাসিন্দারাই ধোঁয়া দেখতে পেয়ে দমকলে খবর দেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। আগুন লাগার কারণ আপাতত অজানা। তাছাড়া, ওই কারখানার ভিতরে কেউ আটকে আছেন কিনা, সেটাও স্পষ্ট নয়।
উল্লেখ্য, এদিন সকালেই কলকাতার পাথুরিয়াঘাটা স্ট্রিটের একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতে এখনও পর্যন্ত দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।