গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান অভিনেতা তথা নাট্যব্যক্তিত্ব অরুণ মুখোপাধ্যায়। জানা গিয়েছে গত ৯ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এখন কেমন আছেন? কী আপডেট দিলেন তাঁর ছেলে তথা অভিনেতা সুজন নীল মুখোপাধ্যায়?
কেমন আছেন অরুণ মুখোপাধ্যায়?
জানা গিয়েছে সেদিন হাসপাতালে ভর্তির পর অরুণ মুখোপাধ্যায়ের একাধিক শারীরিক পরীক্ষা করা হয়, সেখানেই ধরা পড়ে যে তাঁর হার্টে দুটি ব্লকেজ আছে। আর তখনই চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। এই জনপ্রিয় নাট্যব্যক্তিত্বের বয়সের কথা মাথায় রেখে তাঁরা কালবিলম্ব করতে চাননি। বৃহস্পতিবার, ১০ এপ্রিল দুপুরে অস্ত্রোপচার করে অরুণ মুখোপাধ্যায়ের হার্টে দুটি স্টেন্ট বসানো হয়েছে।
জানা গিয়েছে, ৯০ পেরিয়ে যাওয়া অরুণ মুখোপাধ্যায় বয়সের জন্যই নানা কারণে অসুস্থ, নিয়মিত ওষুধ খান। বুধবার রাতে তাঁর অস্বস্তি হতে শুরু করায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অভিনেতা সুজন নীল মুখোপাধ্যায় আজকালকে জানিয়েছেন বর্তমানে তাঁর বাবা স্থিতিশীল আছেন। ভালো আছেন। যদিও বর্তমানে চিকিৎসকরা তাঁকে আইসিইউতে রেখেছেন পর্যবেক্ষণের জন্য। তবে অভিনেতা জানিয়েছেন চিকিৎসকরা বলেছেন যে সব ঠিক থাকলে হয়তো শুক্রবার বা শনিবারের মধ্যেই বর্ষীয়ান অভিনেতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। আপাতত তিনি তাঁর বাবার সঙ্গে কথা না বলতে পারলেও, কাচের ঘরের বাইরে দিয়েই বাবাকে দেখছেন।
প্রসঙ্গত কিছু মাস আগে, ফেব্রুয়ারিতে জন্মদিন ছিল অরুণ মুখোপাধ্যায়ের। সেই সময় সুজন নীল বাবার সঙ্গে বাড়িতেই মহড়া দেওয়ার সময়ের একটি নাটকের ঝলক পোস্ট করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান। যদিও সেই সময় এক ব্যক্তি রটিয়ে দেন যে অরুণ মুখোপাধ্যায় নাকি মারা গিয়েছেন। যদিও সেটা সম্পূর্ণ ভুল খবর ছিল। সুজন নীল সেই ঘটনার তীব্র বিরোধিতাও করেন।