হাসিনার জাতীয় পরিচয়পত্র ‘লক’

Spread the love

শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে আবারও কঠোর পদক্ষেপ করার খবর সামনে এল। জানা গিয়েছে, হাসিনা ও তাঁর ছেলে-সহ পরিবারের মোট ১০ জন সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ‘লক’ করে দেওয়া হয়েছে!

বাংলাদেশি সংবাদমাধ্যম – কালের কণ্ঠ – অনুসারে, বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি)-এর অধীনে থাকা জাতীয় পরিচয় নিবন্ধন অণু বিভাগের পক্ষ থেকে এই পদক্ষেপ করা হয়েছে।

কিন্তু, কেন এই পদক্ষেপ করা হল? এই প্রসঙ্গে দাবি করা হচ্ছে, কোনও একটি পাঠানো হয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। তার ভিত্তিতেই হাসিনা-সহ তাঁর পরিবারের ১০ জন সদস্যের জাতীয় পরিচয়পত্র ‘লক’ করা হয়। সংশ্লিষ্ট একাধিক সূত্র নাকি চিঠির এই বিষয়টি সঠিক বলে দাবি করেছে।

সরকারি নথি অনুসারে, চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় পরিচয় নিবন্ধন অণু বিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এই বিষয়ে একটি মৌখিক নির্দেশ দেন। সেই নির্দেশই পরবর্তীতে কার্যকর করা হয়। কিন্তু, এই বিষয়ে নির্বাচন কমিশনের সচিবালয়ের তরফ থেকে সরাসরি কোনও লিখিত বা মৌখিক নির্দেশ পাঠানো হয়েছিল কিনা, সেই বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি বলে বাংলাদেশি সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে।

যে ১০ জনের জাতীয় পরিচয়পত্র ‘লক’ করা হয়েছে, সেই তালিকায় রয়েছেন – বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দীক, আজমিনা সিদ্দীক, শাহিন সিদ্দীক, বুশরা সিদ্দীক, রাদওয়ান মুজিব সিদ্দীক এবং তারিক আহমেদ সিদ্দীক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *