বিগত সময়ে ভারতে শ্রদ্ধা ওয়াকর সহ একাধিক ঘটনায় দেখা গিয়েছে খুন করে দেহ টুকরো টুকরো করে ফেলেছে হত্যাকারী। এবার সেই ঘটনাই দেখা গেল বাংলাদেশে। রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের মানিকগঞ্জে রাস্তার পাশে একটি কার্টনে এক মহিলার টুকরো টুকরো করা দেহাংশ পাওয়া গেল। জানা গিয়েছে, ওষুধ প্যাকেজিং করার কার্টনে সেই মৃতদেহের অংশ রাখা ছিল। প্রাথমিক ভাবে তদন্তকারীরা নিহত মহিলার পরিচয় খুঁজে বের করতে হিমশিম খাচ্ছিলেন। সেই মহিলার আঙুলের ছাপ নিয়ে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রের ডেটাবেসেও খোঁজা হয়েছিল। তবে দেহে পচন ধরায় সেই উপায়ে ফল মেলেনি। পরে উন্নত মানের বায়োমেট্রিক পরীক্ষার মাধ্যমে জানা যায় সেই মহিলার পরিচয়। রিপোর্ট অনুযায়ী, নিহত মহিলার নাম বিউটি গোস্বামী, বয়স ৩৮ বছর।
জানা যায়, মানিকগঞ্জের পুটাইল ইউনিয়নে মিতরা-বরুন্ডি সড়কের পাশে কার্টনে এক মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়। সেই দেহ টুকরো টুকরো করে কাটা ছিল। এদিকে দেহে পচন ধরায় মুখ বিকৃত হয়ে গিয়েছিল। এই ঘটনার তদন্তভার গিয়ে পড়ে বাংলাদেশ সিআইডির ওপরে। এই আবহে প্রথমেই সেই মহিলার পরিচয় বের করতে তদন্ত শুরু হয়। তবে সেই ক্ষেত্রে বেগ পেতে হয় তদন্তকারীদের। প্রথমেই সেই মহিলার আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় খোঁজার চেষ্টা করা হয়। তবে তাতে বিফল হন তদন্তকারীরা। দেহে পচন ধরায় সেই আঙুলের ছাপ থেকে জাতীয় পরিচয়পত্র ডেটাবেসের থেকে তথ্য পাননি তদন্তকারীরা। তখন বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহার করে পরিচয় বের করা হয় সেই মহিলার। এদিকে বাংলাদেশে একই দিনে নবাবগঞ্জ এবং মুন্সিগঞ্জে কার্টনে ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে। সেই ঘটনাগুলির সঙ্গে মানিকগঞ্জের ঘটনার যোগ আছে কি না, তার খোঁজ চালানো হচ্ছে।
রিপোর্ট অনুযায়ী, নিহত বিউটি গোস্বামীর বাড়ি লালমনিরহাটে। তবে তিনি তাঁর স্বামী অলোক রঞ্জন গোস্বামীর সঙ্গে ঢাকার উত্তরায় বসবাস করতেন। দম্পতির দুই সন্তান আছে। এদিকে ঘটনার পর থেকে স্বামী অলোক রঞ্জনের খোঁজ শুরু করেছে পুলিশ। তবে তাকে নাকি পাওয়া যাচ্ছে না। এই আবহে তার খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এই হত্যাকাণ্ডের নেপথ্যে তিনিই আছেন কি না, তা নিয়ে তদন্ত চালানো হচ্ছে। কী কারণে খুন করা হয়েছে, তাও খুঁজছে পুলিশ। বিউটি গোস্বামীর বাবা নিহার রঞ্জন গোস্বামী এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছেন। এদিকে বিউটি গোস্বামীর দেহের ময়নাতদন্ত করে তা শেষকৃত্যের জন্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গিয়েছে।