হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ করায় অ্যাডমিনকে গুলি 

Spread the love

প্রতিনিয়তই যেন আরও বেশি অসহিষ্ণু হয়ে উঠছে মানুষ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ছোট-খাটো অনেক ঘটনায় ঘটছে হত্যার ঘটনাও। এবার তেমনই এক তুচ্ছ ঘটনায় ঘটেছে হত্যাকাণ্ড।

হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ করায় অ্যাডমিনকে গুলি করে হত্যা করেছেন এক পাকিস্তানি। সম্প্রতি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এ ঘটনা ঘটে। 

গত শনিবার অভিযুক্ত আশফাককে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

জানা যায়, হত্যার শিকার ব্যক্তির নাম মুশতাক আহমেদ। আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে তার ভাই জানান, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বিষয় নিয়ে বাগ্‌বিতণ্ডা হয় দু’জনের। এরই জেরে আশফাককে গ্রুপ থেকে বের করে দেন মুশতাক। 

পরে সেই তর্ক-বিতর্ক মীমাংসা করতে আলোচনার সিদ্ধান্ত নেন গ্রুপ সদস্যরা। আলোচনার জন্য সবাই এক স্থানে উপস্থিত হলে, সবার সামনেই বন্দুক বের করে মুশতাককে গুলি করেন আশফাক।

খাইবার পাখতুনখোয়া অঞ্চলটিতে প্রায়শই এ ধরনের ঘটনা ঘটে। আগ্নেয়াস্ত্র সহজলভ্য হওয়া এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতিই এসব ঘটনার জন্য দায়ী বলে মনে করেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *