সরকারের সদিচ্ছার অভাবেই গিয়েছে রাজ্যের ২৬ হাজার চাকরি। এই অভিযোগ তুলে নবান্ন অভিযানের ডাক দিল চাকরিপ্রার্থী ও চাকরিহারাদের যৌথ সংগঠন। শনিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে আগামী ২১ এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তাঁরা। সংগঠনের নেতৃত্বের তরফে জানানো হয়েছে, আমরা আর প্রতিশ্রুতি নয়, স্পট বার্তা চাই, প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই।
পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ নামে একটি সংগঠন তৈরি করে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন সদ্য চাকরিহারারা। জানানো হয়েছে, ১৫ এপ্রিলের মধ্যে মুখ্যমন্ত্রী সংগঠনের সঙ্গে আলোচনা করে কোনও সদর্থক বার্তা না দিলে ১২ -১৩টি সংগঠন যৌথ ভাবে নবান্ন অভিযানে অংশগ্রহণ করবে।
সংগঠনের এক নেতা বলেন, ‘আমরা ভেবেছিলাম মুখ্যমন্ত্রী মানবিক। কিন্তু উনি অমানবিক মুখ্যমন্ত্রী। সরকারের সদিচ্ছার অভাবে চাকরি হারিয়েছেন শিক্ষক শিক্ষকা ও শিক্ষা কর্মীরা। আমারও এই বঞ্চনার শিকার। আমরা আর প্রতিশ্রুতি নয়, স্পট বার্তা চাই, বাস্তবায়ন চাই।’