বক্স অফিসে এখন হাড্ডাহাড্ডি লড়াই জারি স্কাই ফোর্স এবং দেবার মধ্য। কিছুটা হলেও অক্ষয়ের ছবির থেকে এগিয়ে রয়েছে শাহিদ কাপুরের ছবি। একদিকে যখন স্কাই ফোর্স সেঞ্চুরির গণ্ডি টপকে গেছে তখন কি হাল শাহিদ কাপুরের(Shahid Kapoor) দেবার?
মঙ্গলবার দেবা ছবিটি ভারতীয় বক্স অফিসে ২ কোটি ৩৫ টাকা আয় করেছে। এই টাকার সঙ্গে বর্তমানে শাহিদ কাপুর অভিনীত ছবিটির মোট লক্ষ্মী লাভের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ২৪ কোটি ২৫ লাখ টাকায়। এমনটাই জানানো হয়েছে সচনিল্কের রিপোর্টে।
দেবা যেদিন মুক্তি পায়, অর্থাৎ গত শুক্রবার সেদিন এই ছবিটি ৫ কোটি ৫০ লাখ টাকা আয় করেছিল। শনিবার সেই আয়ের পরিমাণ সামান্য বেড়ে হয় ৬ কোটি ৪০ লাখ টাকা। রবিবার সেটা আরও একটু বাড়ে। রবিবার দিন দেবার খাতায় যোগ হয় ৭ কোটি ২৫ লাখ টাকা। সোমবার দিন ২ কোটি ৭৫ লাখ টাকা ঘরে তুলেছে শাহিদ কাপুরের ছবি।
স্কাই ফোর্সের বক্স অফিস কালেকশন
দীর্ঘদিন পর অক্ষয় কুমারের যে বক্স অফিসে শাপমোচন ঘটল স্কাই ফোর্সের হাত ধরে সেটা নিঃসন্দেহে বলা যায়। মঙ্গলবার বক্স অফিসে স্কাই ফোর্স ছবিটি ১ কোটি ৩৫ লাখ টাকা আয় করেছে। ফলে বর্তমানে অক্ষয়ের ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ১০২ কোটি ৩৫ লাখ টাকায়।
প্রথম সপ্তাহে স্কাই ফোর্সের আয়ের পরিমাণ ছিল ৮৬ কোটি ৫০ লাখ টাকা। দ্বিতীয় শুক্রবারে এই ছবি ৩ কোটির ব্যবসা করে। শনি রবি সেই আয়ের পরিমাণ বেড়ে হয় ৫ কোটি এবং ৫ কোটি ৫০ লাখ টাকা। সোমবার আসতেই যদিও আয়ের পরিমাণ ফের কমে দাঁড়ায় ১ কোটি ৬০ লাখ টাকায়।
স্কাই ফোর্স ছবিটি প্রসঙ্গে
এই ছবিটির পরিচালনা করেছেন অভিষেক অনিল কাপুর এবং সন্দীপ কেওলানি। মুখ্য ভূমিকায় আছেন অক্ষয় কুমার, বীর পাহাড়িয়া, সারা আলি খান এবং নিমরত কৌর।
দেবা ছবিটি প্রসঙ্গে
দেবা ছবিটির পরিচালনা করেছেন রোশন অ্যান্ড্রু। ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে শাহিদ কাপুর, পূজা হেগড়ে, পাভেল গুলাটি, প্রমুখ। সিদ্ধার্থ রায় কাপুর, শারিক প্যাটেল এবং উমেশ বংসল প্রযোজিত এই ছবিটি আসলে একটি মালায়লাম ছবির রিমেক।