২ জনকে ১০ বছরের কারাদণ্ডের সাজা শোনাল NIA আদালত

Spread the love

বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় ২ জনকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করল কলকাতার বিশেষ NIA আদালত। ২০২১ সালের ৮ সেপ্টেম্বর ভাটপাড়ায় অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় অভিযুক্ত ছিল ৪ জন। অর্জুনের দাবি, সাজাপ্রাপ্তরা তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের অনুগামী। পালটা সোমনাথের দাবি, অপরাধীরা অর্জুনেরই ভাইপো গুড্ডু সিংয়ের সঙ্গী। এর সঙ্গে তৃণমূলের যোগ নেই।

২০২১ সালের ৮ সেপ্টেম্বর ভাটপাড়ায় অর্জুনের বাসভবন মজদুর ভবনের সামনে তুমুল বোমাবাজি হয়। তৎকালীন বিজেপি সাংসদ অর্জুনের বাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু ইটবৃষ্টি করে তারা। সেই ঘটনার তদন্তভার যায় NIAর হাতে। সেই ঘটনায় সাজা ঘোষণা করেছে বিশেষ NIA আদালত। ঘটনায় আরিফ আখতার, রাহুল পাশী নামে ২ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।

এই ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন অর্জুন সিং(Arjun Singh)। তিনি বলেন, সোমনাথ শ্যামের গুন্ডারা আমার বাড়িতে হামলা চালিয়েছিল। NIA তদন্ত করেছে। আমার ছেলে সাক্ষী দিয়েছে। সন্ত্রাস ছড়াতে বিরোধী দলের নেতাদের বাড়িতে আক্রমণের থেকে ঘৃণ্য আর কী হতে পারে।

পালটা সোমনাথ শ্যাম বলেন, এটা অর্জুনের ২টো গোষ্ঠীর মধ্যে বাটোয়ারার বিবাদ নিয়ে সংঘর্ষ। যারা এই ঘটনায় অভিযুক্ত ছিল তারা অর্জুনেরই ভাইপো গুড্ডু সিংয়ের শাগরেদ। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।

তবে গত ১ সপ্তাহে যে ভাবে পর পর ২টি মামলায় NIA তদন্তের পর তৃণমূলের নেতাকর্মীদের সাজা হয়েছে তাতে শাসকদলের উদ্বেগের কারণ রয়েছে বলে মনে করছেন অনেকে। গত সপ্তাহেই বীরভূমের লোকপুর বিস্ফোরণে ২ তৃণমূল কর্মীকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে NIA আদালত। এই ধারা চলতে থাকলে বিধানসভা নির্বাচনের আগে শাসকদল ব্যাপক চাপে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *