চলতি মাসে পাঁচদিনের জন্য বন্ধ থাকতে চলেছে বাংলা-সিকিম লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়ক। সোমবার জেলা প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জাতীয় সড়ক বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে। এর ফলে সমস্যায় পড়তে চলেছেন পর্যটকরা। মূলত মেরামতের কাজের জন্যই এই জাতীয় সড়ক বন্ধ রাখা হবে বলে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে।
জানা গিয়েছে, জেলা প্রশাসনের পাশাপাশি জাতীয় সড়ক পরিকাঠামো উন্নয়ন কর্তৃপক্ষ রাস্তা বন্ধ রাখার নির্দেশ জারি করেছেন। তবে এই পাঁচদিন টানা বন্ধ থাকবে না। কয়েকটি ধাপে দফায়-দফায় সড়ক বন্ধ রাখা হবে। এ বিষয়ে কালিম্পংয়ের জেলা শাসক বালাসুব্রহ্মণ্যম টি জানিয়েছেন, জাতীয় সড়ক সংস্থা বেশ কিছু কাজ করবে। সেই কারণে সড়কটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে গাড়ি চালকদের। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথমে ৯ এপ্রিল এবং ১০ এপ্রিল এই রাস্তা বন্ধ করা হবে। এর পরে দ্বিতীয় দফায় ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত তিন দিন বন্ধ থাকবে জাতীয় সড়ক। তবে এই সময় ছোট গাড়ির ক্ষেত্রে কিছু সময়ের জন্য ছাড় দেওয়া হবে।
উল্লেখ্য, তিস্তার হড়পা বানের পর এখনও লিকুভির এবং বিড়িকদাড়ায় ভাঙনের জেরে রাস্তার অবস্থা খারাপ হচ্ছে। ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল) সংস্থার আধিকারিকরা জানিয়েছেন, সড়ক বন্ধ থাকবে সেবক থেকে রংপো পর্যন্ত। এই সময়ে এই রাস্তা দিয়ে কোনও ধরনের ভারী যান চলাচল করতে পারবে না। ছোট গাড়ির ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে ছাড় দেওয়া হবে। সকাল ৬ টা থেকে ৭টা, ৮টা থেকে ৯টা এভাবে এক ঘণ্টা পরপর সময়ে বিকেল ৫টা পর্যন্ত ছোট গাড়ির ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।
এদিকে, অন্যান্য গাড়ি এই সময়ের মধ্যে অন্য রুট দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। কোন রুটে চলাচল করবে. ইতিমধ্যেই সে বিষয়টি জানিয়েছে প্রশাসন। গরুবাথান, লাভা, আলগারা হয়ে ভারী যান সিকিম ও কালিম্পংয়ে যাতায়াত করবে বলে জানানো হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এই সময়ে সমস্যায় পড়তে পারেন পর্যটকরা। তবে নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।