Srijit। প্রতিবাদে সামিল হয়েও কেন পিছলেন না টেক্কার মুক্তি? 

Spread the love

দুর্গাপুজোর ঠিক মুখেই মুক্তি পাচ্ছে টেক্কা(Tekka)। সৃজিত মুখোপাধ্যায়(Srijit Mukherjee) পরিচালিত ছবিতে মুখ্য ভূমিকায় এই প্রথমবার ধরা দিতে চলেছেন দেব। সঙ্গে থাকবেন রুক্মিণী মৈত্র(Rukmini Moitra), স্বস্তিকা মুখোপাধ্যায়ও(Swastika Mukherjee)। ছবি মুক্তির আগে কী জানালেন পরিচালক?

টেক্কা প্রসঙ্গে কী বললেন সৃজিত?

আরজি কর আন্দোলনের রেশ কিছুটা কমলেও, পুরোটা কমেনি। এমন অবস্থায় মুক্তি পাচ্ছে টেক্কা। সেই প্রসঙ্গে আনন্দবাজারকেকী জানালেন সৃজিত? পরিচালকের কথায়, ‘ আরজি করের ঘটনাটা ঘটার কিছুদিনের মধ্যেই মুক্তি পেয়েছিল পদাতিক। কাউকে বলতে পারিনি হলে গিয়ে ছবি দেখুন। আমার তো নিজেরই সিনেমা হলে যেতে ইচ্ছে করছে না। টেক্কার প্রচারও অন্যান্যবার পুজোর সময় যেভাবে করা হয় সেভাবে হচ্ছে না। এবার মানুষ পুজোর শপিং করবে কিনা, সিনেমা দেখবে কিনা সেটা তাঁদের উপরই ছেড়ে দিয়েছি।’

একই সঙ্গে এই বিষয়ে সৃজিত জানান, যেহেতু এটার সঙ্গে অনেক মানুষের রুটিরুজি জড়িয়ে থাকে তাই একজনের বিচার চাইতে গিয়ে তাঁরা অন্য কারও উপর অবিচার করতে পারেন না। সেই জন্যই নির্ধারিত সময় মুক্তি পাচ্ছে টেক্কা। তবে এবার দেবী দুর্গার কাছে সৃজিতের একটাই চাহিদা, ‘আরজি করের নির্যাতিতার ন্যায়বিচার।’

দেবকে নিয়ে কী বললেন সৃজিত?

দেবের মধ্যে বিস্তর বদল এসেছে বলেই জানান সৃজিত। তাঁর কথায়, ‘জুলফিকারের সময় ওকে সাইন ল্যাংগুয়েজ শিখতে হতো। আমি বলার আগেই ও শিখে নিয়েছিল। এই মনোযোগটাই চাই। সেই সময় ও পরিচালকের কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছিল। টেক্কায় কাজ করতে গিয়ে দেখলাম ও অনেক প্রশ্ন করছে, পরামর্শ দিচ্ছে। আর সবগুলোই বেশ বুদ্ধিদীপ্ত। এটা আমায় বাড়তি সন্তুষ্ট করেছে।’ একই সঙ্গে সৃজিত জানান যে দুই প্রযোজকের সঙ্গে কাজ করে তিনি সব থেকে বেশি তৃপ্ত হয়েছেন তাঁদের অন্যতম হলেন দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *