Virat fans takes a dig at Rohit। ‘কোহলি আসছে…’! ইংল্যান্ড সিরিজ নিয়ে পোস্ট বার্মি আর্মির

Spread the love

‘কোহলি আসছে..…’, ভারত-ইংল্যান্ড সিরিজ নিয়ে বার্মি আর্মির তরফে যে পোস্ট করা হয়েছে, তা নিয়ে হইচই শুরু করলেন বিরাট ফ্যানরা। মূলত রোহিত শর্মাকে খোঁচা দিয়েছেন তাঁরা। কারণ রোহিত ভারতীয় দলের অধিনায়ক হওয়া সত্ত্বেও সেই পোস্টে বিরাটের ছবি ব্যবহার করা হয়েছে। আর সেটার প্রেক্ষিতে বিরাট ফ্যানরা বোঝাতে চেয়েছেন যে রোহিতের থেকে বড় ব্র্যান্ড হলেন কোহলি। সেজন্য বিরাটের ছবি ব্যবহার করেছে বার্মি আর্মি। আর তাঁরা এমনভাবে রোহিতকে খোঁচা দিয়েছেন, যা দেখে প্রাথমিকভাবে মনে হতে পারে যে বিরাটের ছবি পোস্ট করায় ‘হিটম্যানের’ ফ্যানরা চটে গিয়েছেন।

বিরাটের আগ্রাসী সেলিব্রেশনের ছবি দিয়ে পোস্ট

আসলে যাবতীয় ঘটনার সূত্রপাত হয়েছে বার্মি আর্মির পোস্ট ঘিরে। আগামী বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পরে ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত। আগামী ২০ জুন থেকে টেস্ট সিরিজ শুরু হবে। শেষ হবে আগামী ৪ অগস্ট। আর সেই হাইপ্রোফাইল সিরিজের টিকিট কাটার জন্য ইংল্যান্ডের ক্রিকেট সমর্থক বার্মি আর্মির তরফে একটি লিঙ্ক পোস্ট করা হয়।

তাতে বিরাটের সেলিব্রেশনের ছবি দেওয়া হয়েছে। যে ছবিটা নিয়ে বিরাটকে মাঝেমধ্যেই বার্মি আর্মির তরফে কটাক্ষ করা হয়। বিশেষত বিরাট যখন রান পান না, তখন সেই ছবি ব্যবহার করে থাকে।

বিরাটের ব্র্যান্ড বেশি শক্তিশালী, দাবি কোহলি ফ্যানদের

যদিও বার্মি আর্মির এবারের পোস্টের মাধ্যম বিরাটের ব্র্যান্ড কতটা শক্তিশালী, সেটা বোঝা গিয়েছে বলে দাবি করেছেন কোহলি ফ্যানদের একাংশ। নিজেকে বিরাটের ফ্যান হিসেবে দাবি করা এক নেটিজেন বলেন, ‘ফক্স ক্রিকেট, স্কাই স্পোর্টসের পরে এবার যে বার্মি আর্মি সিরিজের প্রচারের জন্য বিরাটের নাম ব্যবহার করছে, সেটা থেকেই বোঝা যাচ্ছে কোহলিই হলেন ক্রিকেটের প্রকৃত মুখ।’

রোহিত ফ্যানদের কটাক্ষ করে নিজেকে বিরাটের সমর্থক হিসেবে দাবি করা এক নেটিজেন লেখেন, ‘রোহিতের ফ্যান ক্লাবের তরফে থেকে এটা শেষ ওয়ার্নিং দেওয়া হল। এই পক্ষপাতিত্ব বন্ধ করা হোক। সস্তার প্রচার বন্ধ করা হোক। নাহলে আপনাদের ফল ভুগতে হবে। বিশেষত যে অ্যাডমিন এইসব ভিডিয়ো পোস্ট করছেন, তাঁদের সেই ফল ভুগতে হবে।’

একইসুরে অপর এক নেটিজেন বলেন, ‘বার্মি আর্মি, এটাই শেষ ওয়ার্নিং। এই পোস্টটা মুছে দেওয়া হোক। আর রোহিতের ছবি দিয়ে পোস্ট করা হোক। কোহলি মোটেও ভারতীয় দলের অধিনায়ক নন।’ একজন আবার বলেন, ‘এটা ক্যাপ্টেন রোহিতের যুগ। সব জায়গায় বিরাটের নাম নেওয়া বন্ধ করুন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *