পন্ত-পূজারার ব্যর্থতার দিনে রঞ্জিতে ৫ উইকেট রবীন্দ্র জাদেজার

Spread the love

জাতীয় দল থেকে রঞ্জি ট্রফির আঙিনায় ফিরে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন রোহিত, যশস্বী, গিল, পন্তরা। তবে বল হাতে চমক দেখালেন রবীন্দ্র জাদেজা। দিল্লির বিরুদ্ধে রঞ্জি ম্যাচের প্রথম ইনিংসে ৫ উইকেট দখল করেন টিম ইন্ডিয়া তথা সৌরাষ্ট্রের তারকা অল-রাউন্ডার।

রাজকোটে রঞ্জির সি-গ্রুপের ম্যাচে সম্মুখসমরে নামে দিল্লি ও সৌরাষ্ট্র। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে দিল্লি। যদিও দিল্লি দলনায়ক আয়ুষ বাদোনির সিদ্ধান্ত কতটা যথাযথ, সেই বিষয়ে প্রশ্ন উঠতে পারে। কেননা প্রথম দিনের প্রথম সেশনে ১৫৩ রান তুলতে ৬টি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি। দ্বিতীয় সেশনেই দিল্লি তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ১৮৮ রানে।

অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি করেন ক্যাপ্টেন বাদোনি। তিনি দলের হয়ে সব থেকে বেশি ৬০ রান করে আউট হন। ৭৮ বলের ইনিংসে তিনি ৫টি চার ও ২টি ছক্কা মারেন। হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন যশ ধুল। তিনি ৭৬ বলে ৪৪ রান করে রবীন্দ্র জাদেজার দ্বিতীয় শিকার হন। জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়ার আগে যশ ৮টি চার মারেন।

ম্যাচে সবার নজর ছিল ঋষভ পন্তের দিকে। যদিও তিনি অনুরাগীদের প্রত্যাশা পূরণ করতে পারেননি। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ১ রান করে আউট হন ঋষভ পন্ত। মাত্র ১০ বল স্থায়ী হয় তাঁর ইনিংস। ধর্মেন্দ্রসিং জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ঋষভ।

আট নম্বরে ব্যাট করতে নেমে মায়াঙ্ক গুসেন ৪৫ বলে ৩৮ রান করে নট-আউট থাকেন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া সনৎ সাঙ্গওয়ান ১২ ও জন্টি সিন্ধু ১৬ রানের যোগদান রাখেন। বলার মতো রান করতে পারেননি আর কেউ।

৫ উইকেট রবীন্দ্র জাদেজার

সৌরাষ্ট্রের হয়ে প্রথম ইনিংসে ১৭.৪ ওভার বল করে ২টি মেডেন-সহ ৬৬ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন রবীন্দ্র জাদেজা। ১৯ ওভারে ৩টি মেডেন-সহ ৬৩ রান খরচ করে ৩টি উইকেট নেন ধর্মেন্দ্রসিং জাদেজা। এছাড়া ১টি করে উইকেট সংগ্রহ করেন জয়দেব উনাদকাট ও যুবরাজসিং দোদিয়া।

পালটা ব্যাট করতে নেমে সৌরাষ্ট্র প্রথম দিনের চায়ের বিরতিতে তাদের প্রথম ইনিংসে তোলে ২ উইকেটের বিনিময়ে ৬৩ রান। চিরাগ জানি ১১ ও চেতেশ্বর পূজারা ৬ রানে আউট হন। ৪০ রানে নট-আউট ছিলেন হার্ভিক দেশাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *