মঞ্চে বাজছে কদম কদম বাড়ায়ে যা…আর সেই কদম কদমের তালে পা মেলালেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বৃহস্পতিবার কালচিনির সভাতে নেতাজির প্রতি শ্রদ্ধার্ঘ্য় জানালেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আদিবাসী নারীদের হাত ধরে তিনি কদম কদমের সঙ্গে পা মেলালেন।
নেতাজির ছবিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন তিনি। মমতা দাবি করেন, আমাদের দেশের যুদ্ধে গান্ধীজি থেকে শুরু করে, নেতাজি থেকে শুরু করে, লাল বাল পাল থেকে শুরু করে, দেশবন্ধু থেকে, রানী রাসমণি থেকে শুরু করে….একটা বিরাট ভূমিকা রয়ে গিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি বলেছিলেন দেশনায়ক। আমরা সকল বিশ্ববরেণ্যদের শ্রদ্ধা জানাই। আমরা নেতাজির জন্মদিবস জানি কিন্তু তিনি আদৌ প্রয়াত হয়েছেন কি না সেটা আমরা জানি না। ছবি ফেসবুক মমতা বন্দ্যোপাধ্য়ায়।
মমতা বলেন, নেতাজি চক্রান্তের বড় শিকার। কত লড়াই করেছেন দেশের জন্য, ওই মানুষটা কোথায় হারিয়ে গেলেন আর খুঁজে পেলাম না আমরা। নেতাজি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব।
মমতা বলেন, যরা ট্যাব পান, সেই প্রোগ্রামের নাম দিয়েছি তরুণের স্বপ্ন। ৬৪টি ফাইল আমরা পাবলিকের দেখার জন্য দিয়েছি নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে। এই অনুষ্ঠান থেকে ৩০ হাজার মানুষকে পরিষেবা পৌঁছে দিচ্ছি। জানান মমতা। ছবি ফেসবুক মমতা বন্দ্যোপাধ্য়ায়।