লস অ্যাঞ্জেলসের দাবানলের জেরে দু-বার পিছিয়েছিল অস্কারের মনোনয়ন ঘোষণার দিনক্ষণ। অবশেষে বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি অস্কারের ৯৭তম এডিশনের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ্যে আনল অস্কার কমিটি।
চলতিবার ভারতের তরফে অস্কারের প্রতিনিধি হিসাবে পাঠানো হয়েছিল কিরণ রাও-এর লাপতা লেডিজকে। গত মাসেই সেই ছবি অস্কারের প্রাথমিক তালিকা থেকে বাদ পড়ে। তারপর ভারতবাসীর সব আশা-ভরসা ছিল অনুজাকে ঘিরে। হতাশ করল না অনুজা। গুনিত মোঙ্গা এবং প্রিয়াঙ্কা চোপড়া সমর্থিত এই ছবি সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে মনোনয়ন ছিনিয়ে নিয়েছে।
অস্কারে জায়গা করে নিল অনুজা
বৃহস্পতিবার ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন ঘোষণা করেন বোয়েন ইয়াং ও ব়্যাচেল সেনট। সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে যোগ্যতা অর্জনকারী ১৮০টি চলচ্চিত্রের মধ্যে মাত্র পাঁচটি চলচ্চিত্র ট্রফি দখলের দৌড়ে জায়গা করে নিয়েছে। অনুজার পাশাপাশি স্থান পেয়েছে ‘এলিয়েন’, ‘আই অ্যাম নট আ রোবট’, ‘দ্য লাস্ট রেঞ্জার’ ও ‘আ ম্যান হু উড নট স্টে সাইলেন্ট’। অস্কারে এটি গুনিতের তৃতীয় মনোনয়ন। এর আগে প্রযোজকের দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স এবং পিরিয়ড: এন্ড অফ সেন্টেন্স অস্কার জিতেছিল, যা ভারতীয় চলচ্চিত্রের জন্য গৌরব বয়ে এনেছিল। তিন নম্বরবার অস্কার উঠবে গুনিতের হাতে?
আগামী ২ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে ৯৭তম অস্কারের আসর। কোনান ও’ব্রায়েন ২০২৫ সালের অস্কার উপস্থাপনা করবেন।
অনুজা সম্পর্কে
নয় বছর বয়সী অনুজাকে ঘিরে এই ছবি। মেয়েটি তার বড় বোন পলকের সঙ্গে একটি গার্মেন্টস কারখানায় কাজ করে। দুই বোনের আশা, হতাশা আর চরম দ্রারিদ্রের সঙ্গে লড়াই উঠে আসবে পর্দায়। ভারতের লাখ লাখ শিশুশ্রমিকের যন্ত্রণা উঠে এসেছে এই ছবিতে।
অনুজা পরিচালনা করেছেন অ্যাডাম জে গ্রেভস। নেটফ্লিক্সে স্ট্রিম হবে ছবিটি। এটি প্রযোজনা করেছেন আদমের স্ত্রী সুচিত্রা মাতাই। প্রিয়াঙ্কা চোপড়া, মিন্ডি কালিং এবং অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী গুনীত মোঙ্গা এই লাইভ-অ্যাকশন ছবিটির কার্যনিবার্হী প্রযোজক। এই ছবিতে অভিনয় করেছেন অনন্যা শানভাগ, সাজদা পাঠান, নাগেশ ভোঁসলে। অনুজার মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি নেটফ্লিক্সের তরফে।