সদ্য সাতপাকে বাঁধা পড়েছেন। এরই মধ্যে কি শ্যুটিংয়ে বেরিয়ে পড়লেন টলিপাড়ার নবদম্পতি শ্বেতা ভট্টাচার্য-রুবেল দাস। ২৩ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় উঠে আসা শ্বেতা-রুবেলের এমনই কিছু ছবি নিয়ে এই প্রশ্নই জেগেছে অনুরাগীদের মনে।সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ছবিতে শ্বেতার সাজে নববধূর কোনও চিহ্নই দেখা যায়নি। শাঁখা সিঁদুর ছেড়ে কালো রঙের লং ড্রেস আর অন্যধরনের গয়নায় দেখা গেল শ্বেতাকে। আর নতুন বর রুবেল দাস পরেছিলেন কালো শার্ট আর লাল ব্লেজার ও ট্রাউজার।
শ্বেতার এই লুক দেখে নেটিজেনদের অনেকেই প্রশ্ন করেছেন, ‘এরই মধ্যে শাঁখা-সিঁদুর তুলে দিলেন। এই তো ৫ দিন মাত্র বিয়ে হল!’ কিন্তু সত্যিই কি তাই?জানা যাচ্ছে, শ্বেতা-রুবেলের এই ছবিগুলি জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডের প্রমো শুটের জন্য তোলা। শ্বেতার এই সাজও শ্যুটিংয়ের প্রয়োজনেই। এছাড়াও বিয়ের অনেক আগেই এই শ্যুট করে ফেলেছিলেন জনপ্রিয় জুটি শ্বেতা-রুবেল।যদিও শ্বেতা-রুবেলের বিয়ে-বৌভাত, রিসেপশন সবই হয়ে গিয়েছে। এবার তাঁদের কাজে ফেরার পালা। কারণ, অভিনেত্রী আগে নিজেই জানিয়েছিলেন বিয়ের জন্যা তাঁরা মাত্র ৫ দিন ছুটি পেয়েছেন। তাও হাতেপায়ে ধরে অনেক অনুরোধ করে। অর্থাৎ এবার সত্যি সত্যিই তাঁদের কাজে ফিরতে হবে।
১৯ জানুয়ারি রবিবার বৈদিক রীতিতে বিয়ে করেন এই টলি জুটি। বিয়ে দেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। দুজনকে এদিন বৈদিক রীতি মেনে বিয়ের মন্ত্র পাঠ করতে এবং আচার পালন করতে দেখা যায়। বিয়ের দিন লাল টুকটুকে বেনারসি, লাল ব্লাউজ আর লাল ওড়নায় এক্কেবারে চিরাচরিত বাঙালি কনের সাজে সাজেন শ্বেতা। আর রুবেল পরেছিলেন সাদা সিল্কের পাঞ্জাবি আর ধুতি।
রবিবার দমদম ইমামি সিটির বিপরীতে রাজা প্যালেসে বসেছিল শ্বেতা-রুবেলের বিয়ের আসর। শ্বেতা রুবেলের বিয়েতে আশীর্বাদ করতে হাজির প্রজাপতির পরিচালক অভিজিৎ সেন। এদিকে বিয়ের পর মঙ্গলবার বারাসতে বসেছিল শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাসের ঝাঁ চকচকে রিসেপশনের আসর। বারাসতের ছেলে রুবেল, তাই সেখানেই করা হয়েছিল আয়োজন।