Akhilesh on Yogi। দূষণ নিয়ে যোগীকে তোপ অখিলেশের

Spread the love

যমুনার জল নিয়ে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের তীব্র সমালোচনা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার পাল্টা এই নিয়ে যোগী আদিত্যনাথকে কটাক্ষ করলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। শুক্রবার সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্দেশ্যে প্রশ্ন করেন যে তিনি তাঁর নিজের রাজ্যে বিশেষ করে মথুরায় যমুনা নদীর জল পান করতে পারবেন কিনা।

দিল্লি বিধানসভা নির্বাচনের প্রাক্কালে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে যমুনায় দূষণের মাত্রা নিয়ে আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালের সমালোচনা করেন। বৃহস্পতিবার বিজেপির পক্ষে প্রচারের সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে কটাক্ষ করে বলেন, যমুনাকে নোংরা ড্রেনে পরিণত করে পাপ করেছেন তিনি। যোগী আদিত্যনাথ কেজরিওয়াল এবং তাঁর মন্ত্রিসভাকে নদীতে স্নান করার চ্যালেঞ্জ করেছিলেন এবং তাদের নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

বৃহস্পতিবার কিরারিতে এই সমাবেশের আয়োজন করা হয় বিজেপির তরফে। বক্তব্য রাখতে গিয়ে আদিত্যনাথ বলেন, ‘যদি একজন মুখ্যমন্ত্রী হিসাবে আমার মন্ত্রীরা এবং আমি প্রয়াগরাজের সঙ্গমে ডুব দিতে পারি, তাহলে আমি দিল্লিতে আম আদমি পার্টির সভাপতিকে জিজ্ঞাসা করতে চাই অরবিন্দ কেজরিওয়াল কি তাঁর মন্ত্রীদের সঙ্গে যমুনায় স্নান করতে যাবেন?’

উল্লেখ্য, বুধবার যোগী আদিত্যনাথ প্রয়াগরাজের সঙ্গমে পবিত্র ডুব দিয়েছেন। এই মন্তব্যের পরেই অখিলেশ সরাসরি কারও নাম না নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্টে আদিত্যনাথের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘অন্যদের চ্যালেঞ্জ করার আগে নিজেদের রাজ্যের মথুরার মধ্য দিয়ে প্রবাহিত যমুনার জল পান করার সাহস থাকা উচিত।’ একইসঙ্গে তিনি পোস্টে যমুনার পরিচ্ছন্নতার জন্য নমামি গঙ্গে প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকারকে সহযোগিতা না করার অভিযোগও করেছেন। এদিকে, দিল্লি বিধানসভা নির্বাচন হবে আগামী ৫ ফেব্রুয়ারি। একদফাতেই ভোট সম্পন্ন হবে। ৮ ফেব্রুয়ারি ভোট গণনা হবে। এখানে মোট বিধানসভা কেন্দ্র রয়েছে ৭০ টি। আর মোট প্রার্থী হলেন ৬৯৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *