প্রথম ইতালিয়ান হিসেবে গত বছর অস্ট্রেলিয়ান ওপেন (Australian open) জিতেছিলেন ইয়ানিক সিনার। ক্যালেন্ডারের পাতা থেকে আরেকটি বছর বিদায় নিলেও নিজের চেনা ছন্দেই আছেন এই তরুণ তারকা। কোয়ার্টার, সেমিতে সরাসরি সেটে জয় পাওয়া সিনার ফাইনালেও ধরে রাখলেন আধিপত্য। আলেক্সান্ডার জেরেভকে উড়িয়ে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম নিজের করে নিলেন। এটি তার দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেন (Australian open) খেতাব এবং তার কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম।
রবিবার রড লেভার এরিনায় প্রথম সেটেই ৬-৩ ফলে জিতে যান সিনার। পরের সেটে অবশ্য খানিকটা ঘুরে দাঁড়ান জেরেভ। লড়াই গড়ায় টাইব্রেকার পর্যন্ত। কিন্তু শেষ পর্যন্ত হারতে হয় জেরেভকে। তৃতীয় সেটে বেশ ক্লান্ত হয়ে পড়েন জেরেভ। ৬-৩ ফলে সহজেই সেট জিতে যান সিনার। তাতেই নিশ্চিত হয়ে অস্ট্রেলিয়ান ওপেনের (Australian open) খেতাব।
টানা দুবার অস্ট্রেলিয়ান ওপেন (Australian open) জিতে রজার ফেডেরার, নোভাক জকোভিচদের মতো কিংবদন্তিদের নজিরও ছুঁয়ে ফেললেন বিশ্বের এক নম্বর তারকা সিনার। ফেডেরার টানা দুটি অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়েছেন দুবার। ২০০৬ এবং ২০০৭ সালে প্রথমবার এই কীর্তি গড়েন সুইস মহাতারকা। এরপর ২০১৭ এবং ২০১৮ সালে আবারও পরপর দুবছর অস্ট্রেলিয়ান ওপেন জেতেন ফেডেরার। সেই কীর্তি ছুঁলেন সিনার।
https://twitter.com/i/status/1883464266663206942
গত বছর মেগা ফাইনালে রাশিয়ার দানিল মেদভেদেভকে হারিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা নিজের করে নিয়েছিলেন সিনার। সেবার দুটি সেট পিছিয়ে থেকেও তিনি ট্রফি জিতে সবার নজর কেড়েছিলেন।