মহাকুম্ভে মহা বিপর্যয়। পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। এবার সরকারি তরফে জানানো হল প্রয়াগরাজে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন ৩০জন। ডিআইজি মহাকুম্ভ বৈভব কৃষ্ণ এই মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছেন।
সূত্রের খবর, সব মিলিয়ে এখনও পর্যন্ত ৩০জনের মৃত্যু হয়েছে। রাত ১টা থেকে ২টোর মধ্য়ে এই পদপিষ্টের ঘটনা হয়। ২৫জনকে শনাক্ত করা হয়েছে। বাকি ৫জনকে শনাক্ত করার কাজ চলছে।
মহাকুম্ভের পদপিষ্টের ঘটনায় অত্যন্ত মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। তিনি জানিয়েছেন, ‘প্রয়াগরাজের মহাকুম্ভে যে দুর্ঘটনা ঘটেছে, তাতে আমি অত্যন্ত ব্যথিত। যে পুণ্যার্থীরা নিজেদের পরিজনদের হারিয়েছেন, তাঁদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেইসঙ্গে যাঁরা আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ সেইসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, স্থানীয় প্রশাসনের তরফে সবরকমের সহযোগিতা প্রদান করা হচ্ছে। কথা হয়েছে যোগীর সঙ্গে। রাজ্য সরকারের সঙ্গে লাগাতার যোগাযোগ রেখে চলেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
তবে বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় আগেই জানিয়েছিলেন, ‘মহাকুম্ভে মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। যে ঘটনায় কমপক্ষে ১৫ জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে । মৃত পুণ্যার্থীদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। গঙ্গাসাগর মেলা থেকে আমি শিখেছি যে বিশাল জনসমাবেশে যেখানে পুণ্যার্থীদের জীবন জড়িত থাকে, সেখানে পরিকল্পনা এবং পরিষেবা সর্বোচ্চ হতে হবে। মৃতদের আত্মার জন্য শান্তিকামনা করছি।’
পদপিষ্টের ঘটনায় উত্তরপ্রদেশের যোগী সরকারকে কাঠগড়ায় তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি জানিয়েছেন, মহাকুম্ভ মেলা আয়োজনের ক্ষেত্রে যোগী সরকারের অব্যবস্থাপনা এবং সাধারণ পুণ্যার্থীদের পরিবর্তে ভিআইপিদের উপরে যে যাবতীয় নজর দেওয়া হচ্ছে, সেটার কারণেই পদপিষ্টের ঘটনা ঘটেছে।
এদিকে মোনী অমাবস্যা হিসাবে হাজার হাজার পূণ্যার্থী হাজির হয়েছিলেন প্রয়াগে। রাত থেকেই চলছিল পূণ্যস্নান। আর সেই ভিড়ের মাঝে পদপিষ্ট হয়ে মারা গেলেন ৩০জন। ডিআইজি মহাকুম্ভ বৈভব কৃষ্ণা এই মৃত্যুর সংখ্য়া নিশ্চিত করেছেন। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, মৃতদের মধ্যে চারজন কর্নাটকের, একজন অসমের। একজনের গুজরাটের। তিনি জানিয়েছেন, স্থানীয় মেডিক্যাল কলেজে ৩৬জনের চিকিৎসা চলছে। বাকিদের অনেককেই তাঁদের আত্মীয়রা নিয়ে গিয়েছেন।
এদিকে মেলা প্রশাসন একটি হেল্পলাইন নম্বর চালু করেছে। সেটা হল ১৯২০। ডিআইজি মহাকুম্ভ বৈভব কৃষ্ণ জানিয়েছেন, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে কিছুদিন আগে এই কুম্ভ মেলাতেই অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছিল। এবার সেখানেই হল পদপিষ্টের ঘটনা।