Chandrika Tandon-Grammy Awards। অনুষ্কা শঙ্করকে হারিয়ে গ্র্য়ামি জিতলেন অপর ভারতীয় বংশোদ্ভূত চন্দ্রিকা ট্যান্ডন

Spread the love

লস অ্যাঞ্জেলসের বর্ণাঢ্য গ্র্যামির আসর এদিন বিশ্বখ্যাত সঙ্গীত তারকাদের দ্যুতিতে উজ্জ্বল। বিশ্বসঙ্গীতের সবচেয়ে বড় মঞ্চে ভারতীয়-আমেরিকান কণ্ঠশিল্পী এবং উদ্যোক্তা চন্দ্রিকা ট্যান্ডনের ঝুলিতে বিরাট জয়। ৬৭তম গ্র্যামির আসরে বেস্ট নিউ এজ, অ্যাম্বিয়েন্ট বা চ্যান্ট অ্যালবাম বিভাগে ‘ত্রিবেণী’ অ্যালবামের জন্য গ্র্যামি পুরস্কার ছিনিয়ে নিলেন চন্দ্রিকা। রবিবার (ভারতীয় সময়ানুসারে সোমবার ভোরে) লস অ্যাঞ্জেলেসের Crypto.com অ্যারেনায় বসেছিল বড় মিউজিক্যাল অ্যাওয়ার্ড নাইটের আসর।

চন্দ্রিকা, একজন নামী উদ্যোক্তা এবং পেপসিকোর প্রাক্তন সিইও ইন্দ্রা নুয়ির বড় বোন। দক্ষিণ আফ্রিকার বাঁশিবাদক ওয়াউটার কেলারম্যান এবং জাপানি সেলিস্ট ইরু মাতসুমোটোর সাথে এই পুরষ্কার জিতে নিলেন তিনি।

গ্র্যামি জয়ের পর রেকর্ডিং অ্যাকাডেমিকে দেওয়া এক সাক্ষাৎকারে চেন্নাইয়ে বেড়ে ওঠা এই সংগীতশিল্পী বলেন, ‘দারুণ লাগছে।’

সেরা নিউ এজ, অ্যাম্বিয়েন্ট বা চ্যান্ট অ্যালবাম বিভাগে মনোনীত ছিল রিকি কেজের ব্রেক অব ডন, রিউচি সাকামোতোর ‘ওপাস’, রবি শঙ্কর কন্যা অনুষ্কার ‘চ্যাপ্টার টু: হাউ ডার্ক ইট ইজ বিফোর ডন’ এবং রাধিকা ভেকারিয়ার ওয়ারিয়র্স অব লাইট’। সঙ্গীত দুনিয়ার নামীদামী তারকাদের পিছনে ফেলে এই সম্মান দিতে নিলেন চেন্নাইয়ে বেড়ে ওঠা চন্দ্রিকা ট্যান্ডন।

তিনি বলেন, ‘এই ক্যাটাগরিতে আমাদের সঙ্গে দুর্দান্ত সব শিল্পীরা মনোনীত ছিলেন। আমরা যে এটা জিতেছি, এটা সত্যিই আমাদের জন্য বাড়তি বিশেষ মুহূর্ত। আমাদের সঙ্গে মনোনয়ন পেয়েছেন অসাধারণ সব মিউজিশিয়ানরা।’

গ্র্যামি আসরেও নিজের শিকড়কে ভুললেন না চন্দ্রিকা। সাবেকি পোশাকেই হাতে নিলেন পুরস্কার। সবুজ রঙা লম্বা ঝুলের সালোয়ারের সঙ্গে গোলাপি জ্য়াকেটে পাওয়া গেল তাঁকে।

গ্র্যামির মঞ্চে নজরকাড়া অনুষ্কা শঙ্করের সাজও। এই বছর ১১তম গ্র্যামির মনোনয়ন পেলেও হার স্বীকার করেন রবি শঙ্কর তনয়া। তিনি বলেন, ‘অতীতে আমি ভেবেছিলাম যে এবার রায় আমার পক্ষে থাকবে কিন্তু যখন আমি জিততে পারিনি, তখন আমি বুঝতে পেরেছিলাম যে প্রতিবার ২০% সম্ভাবনা থাকে জয়ের। আমি সর্বদা এই দৃষ্টিকোণে রাখার চেষ্টা করি যে মনোনয়নগুলি উত্তেজনাপূর্ণ, এবং এটি দুর্দান্ত’। অর্থাৎ হার-জিত কোনটাই বড় করে দেখতে চান না অনুষ্কা।গ্র্যামি ভারতে Disney+ Hotstar এ লাইভ স্ট্রিমিং হয়েছে এদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *