এসএসসি নিয়োগ দুর্নীতির মামলা নিয়ে রাজ্য–রাজনীতি সরগরম হয়ে উঠেছিল। সেই রেশ আজও রয়ে গিয়েছে। এই নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই আগেই চার্জশিট দিয়েছে। এবার চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই নিয়োগ দুর্নীতিতে অনেকের নাম জড়িয়ে গিয়েছে। বারবার তদন্ত করা হয়েছে। এসএসসি স্বশাসিত সংস্থা। তাই সেখানে মন্ত্রীর হাত থাকে না বলে আগে জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এখন তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তবে তদন্ত জারি ছিল। আর চার্জশিটে তদন্তের সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে।
এদিকে সিবিআইয়ের পর এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় ইডি চার্জশিট দেওয়ায় বিষয়টি অন্য মাত্রা পেয়েছে। আদালত এবং ইডি সূত্রে খবর, বিচারভবনে ইডির বিশেষ আদালতে চারজন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর তা নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়ে গিয়েছে। এই ইডির চার্জশিট অনুযায়ী, অভিযুক্তরা হচ্ছেন—শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং অশোককুমার সাহা। এখানে এখনও পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের নাম নেই। সেক্ষেত্রে পরে তা জুড়বে কিনা সেটা সময়ই বলবে। যদি তা না জোড়ে তাহলে বুঝতে হবে পার্থ চট্টোপাধ্যায়ের হাত এখানে ছিল না। এই চারজনের বিরুদ্ধে পেশ করা চার্জশিট শনিবারই আদালত গ্রহণ করে নেয়।
এসএসসি নিয়োগ দুর্নীতির মামলার এই চার্জশিটের পর যখন ট্রায়াল শুরু হবে তখন আরও নতুন কিছু সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ইডির চার্জশিটের পর এই চার অভিযুক্ত তথা প্রাক্তন এসএসসি কর্তার বিরুদ্ধে সমন জারি করেছে বিশেষ আদালত। এই সমনের জেরে তাঁদের আদালতে হাজিরা দিতে হবে। এই চার অভিযুক্তকে আগেই গ্রেফতার করেছিল সিবিআই। তখন থেকে শুরু হয় তদন্ত। এই চারজনের বিরুদ্ধে সিবিআই চার্জশিটও পেশ করেছিল। ২০২৪ সালে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা ছাড়া এসএসসি’র নিয়োগ দুর্নীতি নিয়ে মামলা দায়ের করেছিল ইডি। এসএসসির প্রাক্তন কর্তা শান্তিপ্রসাদ সিনহাকে সিবিআই জেলে রেখেছিল। আর জেল থেকে গ্রেফতার করে ইডি।
এই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডি যেসব তথ্য হাতে পেয়েছিল তার উপর ভিত্তি করে তদন্ত করে। একাধিকবার জেরা করেছিল এই চারজনকে। সব মিলিয়ে যা উঠে এসেছে তা লেখা হয়েছে চার্জশিটে। ইডি হেফাজতে নিয়ে ওই চারজনকে জেরা করে বেশ কিছু নতুন তথ্য পেয়েছে বলে সূত্রের খবর। এই নিয়োগের ক্ষেত্রে বিপুল পরিমাণ টাকার খেলা রয়েছে। চার্জশিটে তা লেখা আছে বলে সূত্রের খবর। এজেন্ট প্রসন্ন রায়ের মাধ্যমে প্রত্যেকটি জেলা থেকে চাকরিপ্রার্থীদের কাছ থেকে বিপুল টাকা শান্তিপ্রসাদ সিনহা এবং অন্য প্রাক্তন এসএসসি কর্তাদের কাছে গিয়েছে বলেও চার্জশিটে উল্লেখ করেছে ইডি।