আইসিসির পূর্ণ সদ্য দেশগুলির মধ্যে বিশেষ একটি ক্ষেত্রে ভারত এক নম্বরে ছিল আগে থেকেই। তবে এবার পূর্ণ সদস্য ও সহযোগী সমস্ত দেশ মিলিয়ে একটি সর্বকালীন বিশ্বরেকর্ড নিজেদের দখলে নেয় টিম ইন্ডিয়া। বরং বলা ভালো যে জাপানের বিশ্বরেকর্ডে ভাগ বসায় ভারতীয় দল।
আসলে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে বেশিবার ১০০ বা তারও বেশি রানের ব্যবধানে ম্যাচ জয়ের সর্বকালীন নজির গড়ে ভারত। টিম ইন্ডিয়া এই নিয়ে মোট ৮ বার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০ বা তারও বেশি রানের ব্যবধানে ম্যাচ জেতে। এতদিন এককভাবে এই রেকর্ড ছিল জাপানের নামে। তারাও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৮ বার ১০০ বা তারও বেশি রানের ব্যবধানে ম্যাত জেতে।
আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে এই নিরিখে ভারতের পিছনে রয়েছে জিম্বাবোয়ে। তারা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মোট ৬ বার ১০০ বা তারও বেশি রানে ম্যাচ জেতে। যদিও জিম্বাবোয়ে বেশিরভাগ সময়ে লো প্রোফাইল দলগুলির সঙ্গে ক্রিকেট খেলে।
আইসিসি মোট ১০৪টি দেশকে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলার অনুমোদন দিয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, সহযোগী দেশগুলির ক্রিকেটের মান কোনওভাবেই পূর্ণ সদস্য দেশগুলির সমান্তরালে রাখা যায় না। তাই সহযোগী দেশগুলির খেলায় একতরফা ম্যাচ জেতা নিতান্ত স্বাভাবিক বিষয়। তবে প্রথম সারির দেশগুলির খেলায় একতরফা ফলাফল দেখতে পাওয়া মুশকিল। সেই নিরিখে ভারতের এই কৃতিত্ব অত্যন্ত উল্লেখযোগ্য সন্দেহ নেই।
সব থেকে বেশি বার ১০০ বা তারও বেশি রানের ব্যবধানে ম্যাচ জয়
১. ভারত মোট ৮ বার ১০০ বা তারও বেশি রানের ব্যবধানে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জেতে।
২. জাপান মোট ৮ বার ১০০ বা তারও বেশি রানের ব্যবধানে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জেতে।
৩. কানাডা মোট ৭ বার ১০০ বা তারও বেশি রানের ব্যবধানে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জেতে।
৪. উগান্ডা মোট ৬ বার ১০০ বা তারও বেশি রানের ব্যবধানে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জেতে।
৫. মালয়েশিয়া মোট ৬ বার ১০০ বা তারও বেশি রানের ব্যবধানে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জেতে।
৬. জিম্বাবোয়ে মোট ৬ বার ১০০ বা তারও বেশি রানের ব্যবধানে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জেতে।
উল্লেখ্য, রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডকে সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচে ১৫০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে ভারত। শুরুতে ব্যাট করে ভারত ৯ উইকেটের বিনিময়ে ২৪৭ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ড অল-আউট হয়ে যায় মাত্র ৯৭ রানে।
ভারতের ১০০ বা তারও বেশি রানে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জয়ের তালিকা
১. আমদাবাদে ২০২৩ সালে নিউজিল্যান্ডকে ১৬৮ রানে পরাজিত করে।
২. মুম্বইয়ে ২০২৫ সালে ইংল্যান্ডকে ১৫০ রানে হারিয়ে দেয়।
৩. ডাবলিনে ২০১৮ সালে আয়ারল্যান্ডকে ১৪৩ রানে হারায়।
৪. জোহানেসবার্গে ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাকে ১৩৫ রানে পরাজিত করে।
৫. হায়দরাবাদে ২০২৪ সালে বাংলাদেশকে ১৩৩ রানে হারিয়ে দেয়।
৬. জোহানেসবার্গে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকাকে ১০৬ রানে পরাজিত করে।
৭. দুবাইয়ে ২০২২ সালে আফগানিস্তেনকে ১০১ রানে হারিয়ে দেয়।
৮. হারারেতে ২০২৪ সালে জিম্বাবোয়েকে ১০০ রানে পরাজিত করে।