Grammys 2025। ‘ওঁকে ভুলেই গেলেন?’ গ্র্যামির মঞ্চে শ্রদ্ধাজ্ঞাপন

Spread the love

গ্র্যামির মঞ্চে প্রতি বছরই ফিরে দেখা স্মৃতির মন্তাজে সাম্প্রতিক প্রয়াত কিংবদন্তী শিল্পীদের শ্রদ্ধা জানানো হয়। একই ভাবে এবছর ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শ্রদ্ধা জানানো হল সাম্প্রতিক প্রয়াত কিংবদন্তী সঙ্গীতশিল্পীদের। তবে সেই ‘মেমোরিয়াম সেগমেন্ট’ থেকে অদ্ভুতভাবে বাদ পড়লেন কিংবদন্তি তবলাবাদক জাকির হুসেন। আর তাতেই হতাশ ভারতীয় সংগীতপ্রেমীরা।

রবিবার লস অ্যাঞ্জেলেসের Crypto.com অ্যারেনায় রেকর্ডিং অ্যাকাডেমি আয়োজিত হয় এই (Grammys 2025) অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এদিন গ্র্যামি জয়ী সদ্য প্রয়াত লিয়াম পেইন, ক্রিস ক্রিস্টফারসন, সিসি হিউস্টন, টিটো জ্যাকসন, জো চেম্বারস, জ্যাক জোন্স, মেরি মার্টিন, মেরিয়েন ফেইথফুল, সেইজি ওজাওয়া এবং এলা জেনকিন্সের মতো সঙ্গীতশিল্পীদের সম্মানিত করা হয়। যে অনুষ্ঠানে পারফর্ম করেন কোল্ডপ্লে-র ফ্রন্টম্যান ক্রিস মার্টিন। তবে ৬৭তম গ্র্যামিতে ‘ইন মেমোরিয়াম’ শ্রদ্ধাঞ্জলিতে নাম ছিল না ৪ বারের গ্র্যামি জয়ী তবলাবাদক জাকির হুসেনের। যে ঘটনায় হতবাক ভারতীয়রা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এবিষয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। 

ভারতীয় সঙ্গীতপ্রেমীদের একজন এক্স (পূর্বে টুইটার) ‘মেমোরিয়াম সেগমেন্ট’ থেকে ক্রিস মার্টিনের পারফরম্যান্স শেয়ার করেন। যেখানে লিয়াম পেইন এবং অন্যদের মতো শ্রদ্ধা জানানো হচ্ছিল। সেই ভিডিয়োর ক্যাপশানে লেখেন ‘বন্ধুরা, উস্তাদ জাকির হুসেন কোথায়?’ আরও একজন হতাশা প্রকাশ করে লেখেন, ‘গ্র্যামির শোকবার্তায় জাকির হুসেনের নাম নেই কেন? #Grammys2025 গত বছরই তো তিনি গ্র্যামি জিতেছিলেন।’

আরএ একজন লেখেন, ‘জাকির হুসেনকে আজ (রবিবার) রাতে শ্রদ্ধা জানানো হয়নি জেনে হতবাক। উনি তো চারটি গ্র্যামি জিতেছিলেন এবং এমনকি পশ্চিমা সংস্কৃতিতেও বিশাল প্রভাব ফেলেছিলেন তিনি।’ ক্ষোভ উগরে দিয়ে আরেকজন লেখেন, ‘আপনারা কীভাবে ২০২৪ সালের #GRAMMY বিজয়ী উস্তাদ জাকির হুসেনকে আপনার ‘ইন মেমোরিয়াম’ বিভাগে অন্তর্ভুক্ত করতে ভুলে গেলেন? @RecordingAcad #Grammys2025 @coldplay।’ ক্ষুব্ধ আরও এক অনুরাগী লেখেন, ‘গত বছর জাকির হুসেন তিনটি গ্র্যামি জিতেছিলেন, এমনকি ট্রিবিউট সেকশনেও জায়গা পাননি। ইডিয়টস!’

তবে গ্র্যামি কর্তৃপক্ষের এমন কাণ্ড অবশ্য নতুন নয়। এর আগে একবার লতা মঙ্গেশকরকেও ভুলে গিয়েছিল গ্র্যামির মঞ্চ। আর এবার জাকির হুসেন।

জাকির হুসেন ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডে ইতিহাস তৈরি করেন। তিনিই প্রথম ভারতীয় সংগীতশিল্পী যিনি এক রাতের মধ্যে তিনটি ট্রফি জিতে নেন। তিনি ‘সেরা গ্লোবাল মিউজিক পারফরম্যান্স’, ‘সেরা সমসাময়িক ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম’ এবং ‘সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম’ বিভাগে পুরস্কার জিতে ছিলেন। তিনি ১৯৮৮ সালে ‘পদ্মশ্রী’, ২০০২ সালে ‘পদ্মভূষণ’ এবং ২০২৩ সালে ‘পদ্মবিভূষণ ’সম্মানে ভূষিত ভারতের অন্যতম বিখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী।

ফুসফুসের রোগ ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস সংক্রান্ত জটিলতার কারণে ২০২৪ সালের ডিসেম্বরে সান ফ্রান্সিসকোতে ৭৩ বছর বয়সে মারা যান এই কিংবদন্তী তবলা বাদক জাকির হুসেন। তাঁর শেষকৃত্যে শত শত অনুরাগী গিয়েছিলেন তাঁদের শেষ শ্রদ্ধা জানাতে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *