প্রয়াগরাজে মহাকুম্ভ নিয়ে এবার সংসদের বাইরে সপা সাংসদ জয়া বচ্চনের মন্তব্য কাড়ল শিরোনাম। আজ বসন্ত পঞ্চমী ঘিরে মহাকুম্ভে অমৃত স্নানে সকাল থেকেই ছিল ভিড়। এদিকে, দিল্লিতে এই মহাকুম্ভের সঙ্গমের জল নিয়ে উঠে এল জয়া বচ্চনের মন্তব্য। তিনি দাবি করেন, এই মুহূর্তে সবচেয়ে দূষিত জল রয়েছে কুম্ভে। এর কারণ হিসাবেও তিনি তাঁর বক্তব্য ব্যাখ্যা করেন।
যোগী আদিত্যনাথ সরকারের দিকে আঙুল তুলে জয়া বচ্চন এদিন দিল্লিতে সরব হন। এদিন সংসদের বাইরে জয়া বচ্চন, সাংবাদিকদের সামনে বলেন,’ কোথাকার জল এখন সবচেয়ে দূষিত? কুম্ভে। দেহগুলি (পদপিষ্টের ঘটনার) নদীর জলে ফেলা হয়েছে। আর তার জন্যই জল দূষিত হয়েছে। আসল বিষয়গুলি নিয়ে কথা বলা হচ্ছে না। যে সাধারণ মানুষরা কুম্ভে যাচ্ছেন, তাঁরা কোনও বিশেষ সুবিধা পাচ্ছেন না, তাঁদের জন্য কোনও ব্যবস্থা নেই।’ যোগী সরকারের দিকে তোপের পরিমাণ আরও এক ধাপ বাড়িয়ে জয়া বচ্চন দাবি করেন, কুম্ভে পদপিষ্ট হয়ে মৃতদের কোনও ময়নাতদন্ত করা হয়নি। সবটাই ‘আই ওয়াশ’ বলে উল্লেখ করেন জয়া। উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি মহাকুম্ভে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। সেদিন ছিল মহাকুম্ভের দ্বিতীয় শাহি স্নারে দিন। মৌনী অমাবস্যা উপলক্ষ্যে সেদিনের শাহি স্নানে বহু মানুষের সময়াগম হয়েছিল প্রয়াগরাজে। সেখানেই ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়।
জয়া বচ্চন বলেন,’এই একই জল সেখানকার মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তারা (বিজেপি নেতৃত্বাধীন সরকার) এ বিষয়ে কোনো ব্যাখ্যা দিচ্ছে না এবং সম্পূর্ণ আই ওয়াশ করা হচ্ছে।’ এরসঙ্গেই কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রককে তোপ দেগে জয়া বচ্চন বলেন,’ তাঁরা জল ও জলশক্তি নিয়ে বক্তৃতা দিচ্ছেন। তারা মিথ্যা বলছে, যে কোটি কোটি মানুষ জায়গাটি পরিদর্শন করেছে। কোনও নির্দিষ্ট স্থানে কিভাবে এত বিপুল সংখ্যক লোক জড়ো হতে পারে?’ সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ বেশ কয়েকটি বিরোধী দলের অভিযোগ, উত্তরপ্রদেশ সরকারক কুম্ভে মৃত্যুর প্রকৃত সংখ্যা ‘আড়াল’ করছে বলে। এটি নিয়ে সংসদে আলোচনার দাবি তোলা হয়েছে।