Amitabh-Abhishek। অমিতাভের সঙ্গে রেস্তোরাঁ গিয়ে অঘটন ঘটালেন অভিষেক

Spread the love

রবিবার রাতে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে জয়লাভের পর, অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনকে দেখা গেল সেই ঐতিহাসিক মুহূর্ত উদযাপন করতে। মুম্বইয়ের জনপ্রিয় খাবারের দোকান মাদ্রাজ ক্যাফেতে দক্ষিণ ভারতীয় সুস্বাদু খাবার দিয়ে ডিনার করেন বাবা-ছেলের জুটি।

রবিবার দুজনেই গিয়েছিলেন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টিম ইন্ডিয়াকে সাপোর্ট করতে। আর সেখান থেকেই চলে যান সোজা মাদ্রাস ক্যাফেতে খাবার খেতে। যার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এদিন অমিতাভ বচ্চন একটি সাদা হুডি এবং কালো প্যান্ট পরেছিলেন, আর অভিষেক ভারতের জার্সি পরেছিলেন। দেখা যায়, মাদ্রাস ক্যাফে থেকে বাইরে পা রাখার পরই দুজনকে ছেঁকে ধরেন অনুরাগীরা। আবদার করতে থাকে ফোটো তোলার। এদিন স্টেডিয়ামে বচ্চন পরিবারের পাশাপাশি ছিলেন আমির খান, রাজীব শুক্লা, ঋষি সুনক, নারায়ণ মূর্তি এবং অন্যান্য সেলিব্রিটিরাও।

এরই মাঝে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মাদ্রাস ক্যাফের বাইরে বেরিয়া আসার সময় একটা ছোট্ট দুর্ঘটনার সম্মুখীন হন জুনিয়র বচ্চন। দরজার শাটার হাফ বন্ধ রাখা হয়েছিল। সেটি তুলে তাঁরা বেরিয়ে আসছিলেন। তবে তখনই কোনোভাবে শাটারটি এসে মাথায় পড়ে জুনিয়র বচ্চনরে। যদিও খুব বেশি আঘাত লাগেনি। মুখটা সামান্য বিকৃত হলেও পরমুহূর্তেই নিজেকে সামলে নেন। দোকানের এক কর্মীও ধরে ফেলেন শাটারটি।কাজের সূত্রে, অমিতাভ বচ্চনকে শেষবার নাগ অশ্বিনের ‘ কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে দেখা গিয়েছিল , যেখানে প্রভাস এবং দীপিকা পাড়ুকোনও অভিনয় করেছিলেন। আর অভিষেকের শেষ কাজ ছিল ‘আই ওয়ান্ট টু টক’। 

অমিতাভ-পুত্রকে পরবর্তীতে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখ খানের ‘ কিং’ ছবিতে দেখা যাবে, যেখানে তাঁর মেয়ে সুহানা খানও রয়েছেন।

প্রসঙ্গত, ক্যাফে মাদ্রাস, যেটি লোকমুখে মাদ্রাস ক্যাফে হিসেবে পরিচি, ১৯৪০ সাল থেকে চলছে। এখানের খাবার তারকাদের মধ্যেও ভীষণ জনপ্রিয়। আম্বানি পরিবারের প্রায় রোজই খাবার যায় এখান থেকে। তারকাদের ভিড়ও লেগেই থাকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *