সোনিয়া গান্ধীর পর এবার রাহুল গান্ধী(Rahul Gandhi)। কংগ্রেসের আরও এক সাংসদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হল। এবার রাহুলের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনেন বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে। যাঁর আনা স্বাধিকার ভঙ্গের নোটিসের জেরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে পড়তে হয়েছিল লোকসবার এথিক্স কমিটির সামনে। সাংসদ পদ সেবার খারিজ হয়েছিল মহুয়া মৈত্রর। সেই নিশিকান্ত দুবে এবার স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনলেন রাহুল গান্ধীর বিরুদ্ধে।
রাহুলের বিরুদ্ধে ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্তের অভিযোগ, উনি ‘শুধু নির্লজ্জভাবে ঐতিহাসিক এবং বাস্তব তথ্য বিকৃতই করেননি বরং আমাদের দেশকে উপহাস করার এবং আমাদের প্রজাতন্ত্রের মর্যাদা ক্ষুন্নও করার চেষ্টা করেছেন।’ এর আগে রাহুল, সোমবার সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্তৃতার উপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাবের উপর বক্তৃতার সময় বলেছিলেন,’ ‘আমরা প্রধানমন্ত্রীকে আমেরিকার প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর বন্দোবস্ত করানোর জন্য আমাদের বিদেশমন্ত্রীকে আমেরিকায় পাঠাব না।’ ভরা সংসদে রাহুলের দাবি, লাদাখে ভারতীয় ভূখণ্ডে চিনা পৌজ অনুপ্রবেশ করেনি বলে প্রধানমন্ত্রী দাবি করলেও ভারতীয় সেনাই সেই অভিযোগ খারিজ করেছে। এই দুই মন্তব্য ঘিরেই যাবতীয় বিতর্কের উৎস। এই দুই মন্তব্যকে ঘিরে এবার স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনলেন নিশিকান্ত দুবে। এই মর্মে তিনি লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠিও লেখেন।
এর আগে, বিদেশমন্ত্রী জয়শংকর তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টেও রাহুলের বিরুদ্ধে সুর চড়ান। তাঁর মার্কিন সফর নিয়ে সংসদে যখন রাহুল গান্ধী মন্তব্য করেন, তখন জয়শংকর তাঁর পোস্টে লেখেন,’ বিরোধী দলনেতা রাহুল গান্ধী আমার ২০২৪ সালের ডিসেম্বরের আমেরিকা সফর সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলেছেন।’ জয়শংকর দাবি করেন, তিনি বড়দিনের ছুটিতে আমেরিকার গেলেও, মোদীর জন্য আমন্ত্রণের বন্দোবস্ত তাঁর উদ্দেশ্য ছিল না। এদিকে, এই পরিস্থিতির মাঝে আজ সংসদে বক্তব্য রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি ভোটের ঠিক আগে, তাঁর এই ভাষণ ঘিরে কোন বার্তা উঠে আসে, সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের।