২০১৫ সালে বাংলার সারেগামাপায় তিনিই বিজয়ী হয়েছিলেন। দুর্নিবার সাহাকে পরাজিত করে সেরার মুকুট পরেন। মাঝে কেটেছে ১০ বছর। এদিন এবারের সারেগামাপায়ের ফিনালের শ্যুটিং হয়ে গেল। আর তারপরই বিজয়ীদের নাম ফাঁস করে দিলেন সৌম্য!
এদিন সারেগামাপায়ের শ্যুটিং হওয়ার পর সৌম্য চক্রবর্তী তাঁর ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেন যে এবারের সারেগামাপায় কে বা কারা বিজয়ী হয়েছেন। যদিও বর্তমানে তিনি সেই পোস্ট ডিলিট করে দিয়েছেন। সারেগামাপার প্রাক্তন বিজয়ী এদিন লেখেন, ‘পারফেক্ট জাজমেন্ট।’ একই সঙ্গে তিনি জানান এবার একজন নন, দুজন বিজয়ী হয়েছেন। লিখে দেন সেই দুই বিজয়ীর নাম, যদিও ইনিউজ বাংলা এখনই তাঁদের নাম প্রকাশ করছে না। যাঁরা এই রিয়েলিটি শোয়ের একনিষ্ট দর্শক তাঁদের কাছে বজায় থাক সাসপেন্স।
তবে এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, এদিন সৌম্য চক্রবর্তী এই পোস্টটি করার পর অনেকেই বিরোধিতা করেছেন তাঁর লেখার। এক ব্যক্তি লেখেন, ‘এভাবে ফিনালের আগে নাম প্রকাশ করা ঠিক নয়।’ আরেকজন লেখেন, ‘মজাটা নষ্ট করে দিলেন।’ কটাক্ষের শিকার হয়ে বর্তমানে গায়ক তাঁর প্রোফাইল দিয়ে বর্তমানে এই পোস্ট সরিয়ে দিয়েছেন।
সম্প্রতি চ্যানেলে তরফে গ্র্যান্ড ফিনালের প্রথম প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা গিয়েছে এবারের সারেগামাপার গ্র্যান্ড ফিনালেতে যাওয়ার দৌড়ে আছেন আরাত্রিকা সিনহা, অনীক জানা, অতনু মিশ্র। বাকি টপ ৫ এ কোন দুজন আরও জায়গা করে নেন সেটাই এখন দেখার। সেরা ৫ জনকে নিয়ে গ্র্যান্ড ফিনালের পর্ব সম্প্রচারিত হবে।এবারের সারেগামাপাতে কোনও মেন্টর নেই। আছেন ৮ জন বিচারক। সারেগামাপার এই ৮ বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বানিয়েছেন মোট ৪টি দল। মোট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছিল এই শো। আবির চট্টোপাধ্যায় রয়েছেন সঞ্চালক হিসেবে।